এমআই স্মার্ট ব্যান্ড ৫ এর পর গ্রাহকদের জন্য শায়মী লঞ্চ করল এমআই স্মার্ট ব্র্যান্ড ৬। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এমআই স্মার্ট ব্র্যান্ড লঞ্চ করার কথা আগেই জানানো হয়েছিল শায়মীর তরফে। এমআই স্মার্ট ব্যান্ড ৫ এর সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় এমআই ৬ ব্যান্ডটি।
গতবছর জুনে একটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হয়েছিল এমআই স্মার্ট ব্যান্ড ৫। সেই একই জায়গা থাকে অনুষ্ঠানিকভাবে শায়মী লঞ্চ করে এমআই স্মার্ট ব্যান্ড ৬। ২০২০ সালে সেপ্টেম্বরে বিশ্ব বাজারে প্রকাশ করা হয়েছিল এমআই স্মার্ট ব্যান্ড ৫। শায়মীর তরফে এমআই স্মার্ট ব্যান্ড ৬ এর কোনও নকশা প্রকাশ করা না-হলেও মনে করা হচ্ছে এই স্মার্ট ব্যান্ড ৬ এর মতো একই দেখতে হতে পারে ।
শায়মী নিজেদের টুইটারে ২৯ মার্চ ভারতীয় সময়ের হিসেবে সন্ধে ৭ টা ৩০ মিনিটে এমআই স্মার্ট ব্যান্ডটি লঞ্চ করা হয়। কোম্পানি বেশ কিছু তথ্য ভাগ করেছে তবে এমআই স্মার্ট ব্যান্ড ৬ সম্পর্কে তথ্য এখনো রহস্যের মধ্যে রয়েছে। বিশ্ববাজারে এই স্মার্ট ব্যান্ড লঞ্চ হতে পারে স্মার্ট ব্যান্ড ৬, তার কারন এমাআই ব্যান্ড ৫ ও বিশ্ব বাজারে লঞ্চ করেছিল এমআই স্মার্ট ব্যান্ড ৫ নামে।
এমআই.কমের কনফার্মিটি পেজে একটি ইইউ ডিক্লারেশন রয়েছে যেখানে স্মার্ট ব্যান্ড ৬ এর XMSH15HM মডেল নম্বর সহ ছবি এবং চার্জিং কেবিলের উল্লেখ করা হয়েছে। এম আই স্মার্ট ব্যান্ড ৫ এর মতো একই নশায় মিলবে এম আই স্মার্ট ব্যান্ড ৬ –এ। এর পাশাপাশি গ্রাহকরা পাবে এই স্মার্ট ব্যান্ড কালো রঙের।
টিপসটার মুকুল শর্মার টুইট অনুযায়ী এম আই স্মার্ট ব্যান্ড ৬ প্রথমে ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রকাশিত হলেও তার পরে ব্যুরো অব ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিলো। আর টিপস্টারের এই টুইট থেকে অনুমান করা যায় ভারতে প্রকাশ পাবে এম আই স্মার্ট ব্যান্ড ৬।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.