রকেট গতিতে করোনা সংক্রমণ বাড়ছে দিল্লিতে, রাজধানীর পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক

রকেট গতিতে বেড়ে চলেছে দিল্লির করোনা সংক্রমণের হার। দিল্লি সরকারের রিপোর্টে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৯০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৯ জন। এর জেরে দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩৬ জন।

দিল্লিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ হাজার ৪৯৮ জন

বর্তমানে দিল্লিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ হাজার ৪৯৮ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ৬ লক্ষ ৪৩ হাজার ৬৮৬ জন। এর আগে বুধবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৮১৯। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

জরুরি বৈঠক দিল্লিতে

দিল্লির বেড়ে চলা করোনা সংক্রমণের গ্রাফে চিন্তিত হয়ে এদিন সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে ছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এছাড়াও দিল্লি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদেরও এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

'স্কুলে পড়ুয়াদের ডাকা যাবে না'

এরই মধ্যে দিল্লি সরকার ঘোষণা করেছে, সব স্কুলের কোনও ক্লাসের পড়ুয়াদেরই যেন স্কুলে না ডাকা হয়। অনলাইন ক্লাসের উপর জোর দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আজ থেকেই দিল্লির সব স্কুলে অনলাইন পঠন পাঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও টিচাররা প্রয়োজনে স্কুলে যেতে পারেন বলে জানানো হয়েছে সরকারের তরফে।

More CORONAVIRUS News