মমতার চিঠি হাতে পেতেই শিবসেনা কোন স্ট্র্যাটেজিতে, নন্দীগ্রাম নিয়ে দিদিকে বার্তা রাউতের

দেশের বিজেপি বিরোধী ১৫ টি দলকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ভোটের ঠিক আগে চিঠি পাঠিয়ে একযোগে মোদীদের বিরুদ্ধে নামার আহ্বান জানান। এই চিঠি বিজেপি বিরোধী দলগুলির মধ্যে হাতে পেয়েছে শিবসেনাও। আর শিবসেনার তরফে মুখ খুলেছেন সঞ্জয় রাউত।

জাতীয় রাজনীতির দিশা ঠিক করবে বাংলা !

শিবসেনার তরফে সঞ্জয় রাউত জানিয়েছেন, ৪ রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা ভোটের ফলাফল আগামী দিনে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। এই ফলাফলই আগামীতে দেশের ভবিষ্যৎ গড়ে দেবে। এই বার্তা দিয়ে সঞ্জয় রাউতের দাবি, আগামী দিনে পশ্চিমবঙ্গ ও অসমের ভোট জাতীয় রাজনীতির দিশা ঠিক করবে।

বাংলার 'মহাভারত'

সঞ্জয় রাউত এদিন পশ্চিমবঙ্গের রাজনীতির প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, বাংলায় যে 'মহাভারত' চলছে তা আসল 'মহাভারত' এর থেকেও ভয়ঙ্কর। প্রসঙ্গত , বাংলার ভোটে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে বঙ্গে সমর্থনের বার্তা আগেই জানায় শিবসেনা।

নন্দীগ্রাম নিয়ে মমতার পাশে রাউতরা

এদিন সঞ্জয় রাউত জানান, বাংলার মানুষ যথেষ্ট 'স্মার্ট।' তিনি মোদী সরকারের দিকে কটাক্ষের সুর চড়িয়ে বলেন, যখন করোনাকে হারানো যাচ্ছে না, তখন গোটা মন্ত্রক চেষ্টায় রয়েছে যে কিভাবে মমতাকে হারানো যায়। রাউতের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ শতাংশ নন্দীগ্রাম থেকে জিতবেন।

মমতার চিঠি নিয়ে শিবসেনার স্টান্স

এদিকে, বিজেপি বিরোধিতায় মমতার চিঠি হাতে পেয়েই শিবসেনার তরফে সঞ্জয় রাউত জানান,'মানুষ লড়েছে। আর তার জন্যই গণতন্ত্র বেঁচে আছে। এমন আপৎকাল আগেও সেছে। তিনি (মমতা) সকলকে একজোট হয়ে একত্রিত লড়াইয়ের বার্তা দিয়েছেন। আমরা ভাবব। যে ডিবেট তিনি (মমতা) শুরু করেছেন, তা সকলের ভাবা উচিত। '

দ্বিতীয় দফাতেই 'চেনা ছবি' উধাও! বুথে ঢুকতে বাধা প্রার্থীকে, একের পর এক বুথ দখলের অভিযোগে কমিশনে তৃণমূল

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News