যশবন্ত সিনহার দাবি
যশবন্ত সিনহা দাবি করেছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। ভোটের পরে তাঁর কাছে যা তথ্য আছে তাতে এই পরিসংখ্যানই উঠে এসেছে। নন্দীগ্রামের বিরোধী দলের প্রার্থী অর্থাৎ শুভেন্দু অধিকারী তার ধারের কাছেও থাকবে না। এমনই দাবি করেছেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদেওয়া অটল জমানার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা মণ্ডলিতে রাখা হয়েেছ যশবন্ত সিনহাকে।
আমিই জিতব
বয়ালে ৭ নম্বর বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নন্দীগ্রামে আমিউ জিতব। নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই। ৯০ শতাংশ ভোট পাবে তৃণমূল কংগ্রেস। দু দফায় যে ৬০ আসনে ভোট হয়েছে তার সবগুলোতেই জাতবে তৃণমূল কংগ্রেস। এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতার এই বয়ানের পর রাজনৈতিক মহলের দাবি তৃণমূল কংগ্রেস নেত্রী চাপে আছেন তা তাঁর বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে। যদিও এখনও ৬ দফা ভোট বাকি। কিন্তু নন্দীগ্রামে আজ যা ঘটেছে তা বাংলার ভোটের ইতিহাসে প্রায় নজিরবিহীন বলা চলে।
মমতাকে নিশানা শুভেন্দুর
এদিকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেছেন তৃণমূল কংগ্রেস হারছে আঁচ করেই এই সব কাণ্ড করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। নন্দীগ্রামের অধিকাংশ বুথেই তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি। শুভেন্দুর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন বুঝতে পেরেই এই সব অভিযোগ করছেন। নন্দীগ্রামে কেন ২ ঘণ্টা একজন প্রার্থী বুথের ভেতরে ছিল এই নিয়ে পাল্টা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তিনি।
মমতাকে নিশানা মোদীর
এদিকে আবার মথুরাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন বুঝতে পেরে গিয়েছেন। সেকারণেই নন্দীগ্রামে এই সব কাণ্ড করছেন। বাংলার মানুষ যা চাইছে তা নন্দীগ্রাম একাই করে দেখিয়েছে বলে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আবার কটাক্ষ করে বলেছেন নন্দীগ্রামে হারবেন জেনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অন্য একটি কেন্দ্রে দাঁড়ানোর কথা ভাবছেন।