মমতার পাশে দাঁড়াতে শুরু করল ভিন রাজ্যের একাধিক বিজেপি বিরোধী দল, তুঙ্গে পারদ

জয়নগরের সভায় এসে নরেন্দ্র মোদী নিজের ভাষণে শুরুতেই কটাক্ষের সুরে মমতার চিঠিকে টার্গেট করেন। যে চিঠি নন্দীগ্রাম ভোট যুদ্ধের আগের দিনই মমতা পাঠিয়েছিলেন দেশের ১৫ টি বিজেপি বিরোধীদলকে।

মমতার চিঠি নিয়ে শিবসেনার বার্তা

বিজেপি বিরোধিতায় যাতে সমস্ত দল এককাট্টা হয়ে যায়, তার বার্তা দিয়ে মমতা গতকালই চিঠি পাঠান দেশের একাধিক রাজনৈতিক দলকে। সেই প্রসঙ্গে এদিন শিবসেনার তরফে সঞ্জয় রাউত বলেন, বিষয়টি নিয়ে সব দলেরই ভাবার আছে। আর মমতার চিঠি পেয়ে তাঁরাও ভাবছেন।

এনসিপির বার্তা

নন্দীগ্রামে ভোট গ্রহণের দিন রাজ্যে মমতার হয়ে প্রচারে আসার কথা ছিল এনসিপি নেতা শরদ পাওয়ারের। তবে শারীরিক অসুস্থতার জেরে আপাতত এসিপি প্রধান শরদ পাওয়ার আসতে পারছেন না বাংলায়। তবে শেষ দফার ভোটের আগে তাঁর শরীর সুস্থ হলে মমতার সমর্থনে প্রচারে শরদ আসবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি শরদ ক্যাম্প জানিয়েছে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়া নিয়ে যে বার্তা মমতা দিয়েছেন তাতে সম্পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের দলের।

কাশ্মীর থেকে এল সমর্থন বার্তা

কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে এই বিষয়ে তিনি মমতাকে প্রত্যুত্তরের একটি চিঠি লিখে নিজের সমর্থনের কথা জানান। প্রসঙ্গ তোলেন কাশ্মীরে তাঁর সঙ্গে যা ঘটেছে তা নিয়ে ।

মমতার ৭ অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চিঠিতে লেখেন,রাজ্যপালের ক্ষমতা বলে অবিজেপি রাজ্যগুলিতে ক্ষমতা চালাতে চাইছে বিজেপি। ইডিকে ডিএমকে ও তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র হিসাব কাজে লাগানো হচ্ছে। মমতার বক্তব্য, অবিজেপি রাজ্যের দাবি শোনা হচ্ছে না , পাশাপাশি আর্থিক ফান্ড ট্রান্সফারও অবিজেপি রাজ্যে হচ্ছে না সঠিক পদ্ধতিতে। কেন্দ্র রাজ্য সম্পর্কে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ও জাতীয় সম্পত্তির বেসরকারীকরণ নিয়ে নানার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ টি অবিজেপি পার্টিকে একজোট হওয়ার ডাক দেন।

মা কালীর মন্দির আর হরিচাঁদ ঠাকুরকে প্রণাম কি অপরাধ, তৃণমূলকে নতুন বিশেষণে আক্রমণ মোদীর

More MAMATA BANERJEE News