কলকাতা: একথা কোনও ভাবেই অস্বীকার করার উপায় নেই যে বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ। ছেলে মেয়েরা পাশ করে বসে আছে, কিন্তু চাকরির দেখা নেই। সকলেরই চাকরির দরকার। হন্যে হয়ে কর্মসংস্থানের খোঁজ করছে সকলে। এমতাবস্থায় কিছুটা আশার আলো দেখতে পারে বেশ কয়েকজন। চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর।

যদি আপনিও আগ্রহী ও যোগ্য হন সেক্ষেত্রে অনলাইন অথবা অফলাইনে আপনি আবেদন করতে পারেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি সমস্ত তথ্য দেওয়া হল। যদি আপনিও যোগ্য হন, সেক্ষেত্রে আবেদন করতে পারেন।

কোন কোন পদে লোক নেওয়া হচ্ছে: একাধিক পদে লোক নেওয়া হচ্ছে। এরমধ্যে রয়েছে সিনিয়র টিউবরকুলেসিস ল্যাবরটেরি সুপার ভাইজার, ল্যাবরটেরি টেকনশিয়ান, টিউবরকুলেসিস হেলথ ভিজিটর।

বেতন : যেহেতু বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে তাই সর্বনিম্ন বেতন ও সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে হেরফের রয়েছে। সর্বনিম্ন বেতন রয়েছে ১৮ হাজার টাকা। সর্বোচ্চ বেতন ২৫ হাজার টাকা। গ্রেড পে কত তা এখনও জানানো হয়নি। পরে বেতন আরও বাড়তে পারে।

আরও বিস্তারিত দেখতে নীচের সব তথ্যগুলি মন দিয়ে পড়ুন। নীচে শিক্ষাগত যোগ্যতা, বয়স সম্পর্কিত সব তথ্য দেওয়া রইল।

আরও খবর পড়ুন – ১৪৪ ধারার মাঝেই বয়াল ব্যাটেল, প্রশ্নের মুখে কমিশন

বয়স: যে ব্যক্তিরা আবেদন করছেন তাঁদের বয়সের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। বয়স হতে হবে ২২ থেকে ৪০ এর মধ্যে। এ চাকরির স্থান হিসেবে রয়েছে পশ্চিমবঙ্গ।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী ব্যক্তিকে কোনও অনুমোদিত বোর্ড থেকে ক্লাস ১২ পাশ করতে হবে।

কীভাবে আবেদন করবেন? আবেদনের জন্য আপনি সরাসরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করুন। রইল লিংক http://www.wbhealth.gov.in/ তাহলে কীসের জন্য অপেক্ষা করছেন? দেরি না করে আজই আবেদন করুন। সুযোগ হারাবেন না।

আরও খবর পড়ুন – BREAKING: আক্রান্ত তৃণমূলের তারকা প্রার্থী সোহম, কাঠগড়ায় বিজেপি

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।