মুম্বই: ফের সুখবর বলিউডে। কিছুদিন আগে মা হওয়ার সুখবর দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এবার মা হতে চলেছেন দিয়া মির্জা। নতুন একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে তিনি বৈভব রেখিকে বিয়ে করেন। আর এপ্রিলের প্রথম দিনই তিনি শোনালেন সুখবর।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন দিয়া। সেখানে তাঁর বেবি বাম্প দেখা গিয়েছে। ছবিতে দিয়ার পিছনে সমুদ্রে সূর্যাস্তের দুর্দান্ত সৌন্দর্য। ফ্লোরাল প্রিন্টের জামায় দিয়াকে বেশ মিষ্টি লাগছে ছবিতে। ক্যাপশনে দিয়া লিখেছেন, “আশীর্বাদ পেতে চলেছি… ধরিত্রী মায়ের থেকে… জীবনের সবকিছুর শুরু … সব গল্পের। লুলাবাই। গান। নতুন চারা। আর আশার ফুল। আমার গর্ভে সমস্ত স্বপ্নের এই শুদ্ধতম উদ্বোধনের জন্য আশীর্বাদ পেলাম।”
View this post on Instagram
কিছুদিন আগে সুখবর দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। টুইটারে গায়িকা নীল রঙের গাউন পরে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাঁর বেবি বাম্প স্পষ্ট। গায়িতা লেখেন, “বেবি শ্রেয়াদিত্য আসছে। শিলাদিত্য ও আমি আপনাদের সঙ্গে এই খবর শেয়ার করতে পেরে খুশি। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।” সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন করিনা কাপুর খান। পুত্র সন্তানের জন্ম দেন তিনি। নবজাতককে নিয়ে বাড়িতে ফেরার পর করিশ্মা কাপুর, সোহা আলি খান, কুণাল খেমুরা দেখতে আসেন তাঁদের। করিনার মা ববিতা কাপুর, দিদি করিশমা কাপুর সকলেই এসেছিলেন সইফ-করিনার বাড়িতে। সইফ, করিনার নতুন বাড়িতে হাজির হন সারাও। নিজের ছোট ভাইয়ের জন্য বেশ পছন্দসই এবং দামি উপহার আনেন তিনি। তার কিছুদিন আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। মেয়ের নাম তাঁরা রেখেছেন ভামিকা। যদিও সইফ ও করিনার দ্বিতীয় ছেলের নাম এখনও প্রকাশ্য়ে আসেনি।
করিনা ও অনুষ্কার পর এবার পালা শ্রেয়া ও দিয়ার। বলিউডের এই দুই তারকার ছ থেকে সুখবর শোনার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.