সব বুথ স্পর্শকাতর, শুধু নন্দীগ্রামেই নামছে ২২০০ বাহিনী, প্রতি বুথে নজরদারিতে ৮ জওয়ান

বৃহস্পতিবার হাইভোল্টেজ ভোট নন্দীগ্রাম। তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নন্দীগ্রামের সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন। শুধুমাত্র নন্দীগ্রামেই নিরাপত্তায় মোতায়েন থাকছে ২২০০ বাহিনী। প্রতি বুথে মোতায়েন থাকবেন ৮ জন করে জওয়ান। ১ এপ্রিল সকলের নজর থাকবে এই কেন্দ্রের দিকেই। কারণএই কেন্দ্রেই এবার প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর তাঁর প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী।

রিফ্রেশ করুন

More NANDIGRAM News