২৩ মার্চ পাশ হয় নতুন আইন
প্যান-আধার সংযুক্তিকরণ না করলে তা ১৯৬১ সালের আয়কর আইনের নতুন ধারায় (ধারা ২৩৪এইচ) সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। গত ২৩ মার্চ লোকসভায় আর্থিক বিল পাসের সময়ই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
নতুন আইনে কি বলা হয়েছে
ধারা ২৩৪এইচ অনুযায়ী যদি কেউ সময়ের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ না করান তবে জরিমানা আদায় করা হবে। নতুন আইন অনুযায়ী হাজার টাকার বেশি জরিমানা নেওয়া হবে না এবং এটা প্রত্যেক কেসের ক্ষেত্রে নির্ভর করবে। নতুন আইনের প্রভাব ১ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে যদি না সরকার আধার-প্যান সংযুক্তিকরণের মেয়াদ বাড়ায়। আর যদি তা না হয় তবে গ্রাহককে জরিমানার পাশাপাশি তাঁর প্যান কার্ডও অকেজো হয়ে যাবে।
গ্রাহকদের জন্য নতুন আইন
প্রসঙ্গত, প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণের বহু মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও এখনও অনেকেই এই কাজটি করে উঠতে পারেননি। তাই সরকার এই নতুন আইন নিয়ে এসেছে, যার মাধ্যমে গ্রাহকদের জরিমানা করা যাবে।
প্যান কার্ডের ব্যবহার
বাতিল হওয়া প্যান কার্ড দিয়ে কোনও আর্থিক সংক্রান্ত কাজই করা যাবে না। যদি প্যান অবৈধ বা বাতিল হয়ে যায় তবে ৫০ হাজারের বেশি টাকা জমা/তোলার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কারণ ৫০ হাজারের বেশি টাকা তোলা ও জমার জন্য প্যান কার্ডের প্রয়োজন। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল বা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারবেন না। উপরন্তু প্রচুর টিডিএস দিতে হবে।