শুধু ভোট নয়, গরমেও তপ্ত নন্দীগ্রাম, বৃহস্পতিবার কততে চড়বে তাপমাত্রার পারদ

শুধু ভোটে নয়, গরমেও তপ্ত নন্দীগ্রাম। এদিন নন্দীগ্রামের তাপমাত্রা (temperature) ছিল ৪০ ডিগ্রির কিছুটা নিচে। বৃহস্পতিবারেও আবহাওয়ার (weather) একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আর্দ্রতা বেশি থাকায় সবারই অসুবিধা হবে।

নন্দীগ্রামের বুধবারের আবহাওয়া

ওয়ার্ল্ড ওয়েদার অনলাইনের নন্দীগ্রামের আবহাওয়ার রিপোর্টে বলা হয়েছে, বুধবার সেখানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রির আপপাশে। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশের আশপাশে।

বৃহস্পতিবার নন্দীগ্রামের আবহাওয়া

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোটে তপ্ত নন্দীগ্রামের তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে। আকাশ থাকবে পরিষ্কার।

নন্দীগ্রামের আশপাশের এলাকার তাপমাত্রা

আবহাওয়া দফতর জানিয়েছে নন্দীগ্রামে তাদের আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্র নেই। তবে আশপাশের যেসব পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছেন, সেইসব জায়গাগুলির বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা হল কাঁথি ৩৪.২, ডায়মন্ডহারবার ৩৬.৩. দিঘা ৩৪.৬, হলদিয়া ৩৪.৯, মেদিনীপুর ৪২.৪। এই তাপমাত্রাই বুধবার রাজ্যের মধ্যে সর্বোচ্চ।

বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া

বৃহস্পতিবার ভোট রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। এদিন বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সব জায়গাতেই আপেক্ষিত আর্দ্রতা বেশি থাকায় ঘর্মাক্ত পরিস্থিতিতে অসুবিধা হয়েছে সাধারণ মানুষের।

ভোটের বাংলায় ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার, বাড়ছে আতঙ্ক

More WEATHER News