আইপিএল ২০২১-এ কেমন একাদশ সাজিয়ে মাঠে নামতে পারে কেকেআর

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে ভারতে শুরু হতে চলেছে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশার পাহাড় তৈরি হচ্ছে। গত মরসুমের পারফরম্যান্স এবারও খেতাব জিততে মরিয়া হয়ে ঝাঁপাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। তারই আবহে শাহরুখ খান শিবিরের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

ওপেনে গিল-ত্রিপাঠী

গত মরসুমের মতো এবারের আইপিএলের কেকেআরের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠীকে। গত আইপিএলে প্রথম জনের ব্যাট থেকে এসেছিল মূল্যবান ৪৪০ রান। ২৩০ রান করেছিলেন রাহুল ত্রিপাঠী।

মিডল অর্ডার

২০২০ সালের আইপিএলে কেকেআরের হয়ে ১৪ ম্যাচ খেলে ৩৫২ রান করেছিলেন নীতীশ রানা। তাঁকে এবারও কলকাতার হয়ে তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। চার নম্বরে ব্যাট হাতে নামতে পারেন দলের প্রাক্তন অধিনায়ক তথা উইকেটরক্ষক দীনেশ কার্তিক। পাঁচ নম্বরে ব্যাটিং করার কথা কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের।

অল রাউন্ডার

এবার কেকেআরের জার্সিতে অল রাউন্ডার হিসেবে বাইশ গজ কাঁপানোর জন্য তৈরি থাকবেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও বাংলাদেশের শাকিব আল হাসান। দুই ক্রিকেটার যথাক্রমে ছয় এবং সাত নম্বরে ব্যাট করতে নামার পাশাপাশি বল হাতেও কলকাতাকে ভরসা জোগাবে।

বোলিং বিভাগ

গত বারের মতো আগামী মরসুমেও কেকেআরের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। দলে প্রসিদ্ধ কৃষ্ণ ও শিবম মাভির মতো তরুণ বোলাররা জায়গা পাবেন বলে ধরে নেওয়া যায়। খেলতে পারেন হরভজন সিংও।

কেকেআরের সম্ভাব্য একাদশ এক নজরে

শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি।

করোনা ভাইরাসে ঝাড়খণ্ডে স্থগিত জাতীয় স্তরের হকি টুর্নামেন্ট

More IPL 2021 News