শায়মি ২৯ মার্চ লঞ্চ নিজেদের দেশ চায়নায় লঞ্চ করেছে Mi Smart Projector 2 Pro, Mi AX9000 Router এবং দুটি ওয়ারল্যাস চার্জার। Mi Smart Projector 2 Pro তে মিলবে ফুল এইচডি আউটপুট এবং DTS-HD ও Dolby Audio সমর্থণ। এছাড়া এই প্রোজেক্টর ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড টিভিতে। পাশাপাশি ব্যবহারের সুবিধার জন্য গুগল অ্যাসিসটেন্স এর সুবিধাও মিলবে। অন্যদিকে Mi AX9000 router এ থাকছে ট্রি ব্র্যান্ডের ব্যাবস্থা, অ্যাক্টিভ কুলিং এবং হাই গেন অ্যান্টেনাও। শায়মির ওয়্যারলেস চার্জারে থাকবে Apple AirPower এর মতো চার্জিং এর সুবিধা এবং ৮০ ওয়াট মোবাইল চার্জিং এর ব্যবস্থা।

দামের দিক থেকে Mi Smart Projector 2 Pro মুল্য রাখা হয়েছে EUR 999, যা ভারতীয় টাকায় ৮৫,৮০০। আবার Mi AX9000 router এর চায়নায় দাম CNY 999, যা আমাদের দেশের টাকার হিসেবে ১১,২০০ টাকা। পাশাপাশি এমআই ওয়ারল্যাস চার্জিং প্যাডের দাম CNY 599, ভারতীয় টাকায় প্রায় ৬,৭০০ এবং ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডের দাম CNY 499, যার ভারতীয় মুল্যে প্রায় ৫,৬০০ টাকা। চিনে শায়মির এই রাওটার, প্রোজেক্টার এবং চার্জার প্রকাশ করা হলেও বিশ্ববাজারে এগুলি কবে প্রকাশ করা হতে পারে তা জানানো হয়নি কোম্পানির তরফে।

Mi Smart Projector 2 Pro তে থাকছে full-HD (1,920×1,080 pixels) পিকচার কোয়ালিটি সঙ্গে ২০ ইঞ্চি স্ক্রিন সাইজ। 0.47-inch DMD chip সেটটির জন্য 1,300 nits claimed peak brightness মিলবে এই প্রোজেক্টারে। এই প্রোজেক্টারে থাকছে 10W speakers এর সঙ্গে dual tweeters এবং dual full-range woofers। এই সমস্ত কিছু পাশাপাশি এটি সমর্থণ করবে DTS-HD, Dolby Audio, Bluetooth connectivity। এছাড়াও গ্রাহকের এর যুক্ত করা যাবে Android TV এবং Google Assistant এর সঙ্গে।

শায়মির Mi AX9000 Router সমর্থণ করবে 2.4GHz, 5.2GHz, and 5.8GHz। এই রাওটারে 2.4GHz মোডে ইন্টারনেটের গতি পৌঁছাতে পারে 1,148Mbps পর্যন্ত যেখানে 5.2GHz মোডে ইন্টারনেটের গতি পৌঁছাতে পারে 4,804Mbps পর্যন্ত। অন্যদিকে 5.8GHz মোডে ইন্টারনেটে গতি পৌঁছাতে পারে 2,402Mbps পর্যন্ত। Mi AX9000 Router এ রয়েছে চারটি বাহ্যিক উচ্চ উপার্জন AIoT অ্যান্টেনার এবং অ্যাক্টিভ কুলিং বিল্ট। এছাড়াও থাওছে ৮ টি LED indicators, USB 3.0 port, ৫ টি LAN ports, এবং Qualcomm IPQ8072 quad-core A53 2.2GHz CPU। এর পাশাপাশি রয়েছে dual-core NPU সঙ্গে 1GB RAM এর ব্যাবস্থা।

এমআই ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডে রয়েছে ৮০ ওয়াট দ্রুত চার্জিং এর ব্যবস্থা। এর সঙ্গে শায়মি দাবি করেছে এই ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড মাত্র ৩৬ মিনিটে ৫০০০ মেগাহার্জের ব্যাটারি ১০০% চার্জ করতে সক্ষম। এটিতে রয়েছে ডাবল কুলিং ডিজাইন, হাই প্রোফাইল ফ্যান যা গতিশীলভাবে এর গতিটি সামঞ্জস্য রাখতে সাহায্য করে। অন্যদিকে ওয়্যারলেস চার্জিং প্যাডে রয়েছে multi-coil design সঙ্গে 19 inbuilt charging coils যা তিনটি ভিন্ন ডিভাইসকে একই সময়ে চার্জ করে থাকে। এটি আয়তক্ষেত্রাকার আকারে এবং একটি সংযুক্ত ইউএসবি কেবল সহ সাদা রঙে পাওয়া যাবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।