করোনা ভাইরাসে ঝাড়খণ্ডে স্থগিত জাতীয় স্তরের হকি টুর্নামেন্ট

করোনা ভাইরাসের জেরে হকি ইন্ডিয়ার জাতীয় মহিলা জুনিয়র চ্যাম্পিয়নশিপ স্থগিত করে দেওয়া হয়েছে। কোভিড ১৯ কেসের সংখ্যা আচমকাই বেড়ে যাওয়ায় এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। পিছিয়ে কবে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, তা অবশ্য হকি ইন্ডিয়ার তরফে জানানো হয়নি।

আগামী ৩ এপ্রিল থেকে ঝাড়খণ্ডে মহিলাদের ১১তম জাতীয় জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১২ এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতা চলার কথা। প্রতিযোগিতায় অংশ নিতে দেশের ২৬টি হকি দল আয়োজক শহরে পৌঁছতে শুরু করে। সমস্যা তৈরি হয় ঠিক সেখানেই। জানা গিয়েছে যে চণ্ডীগড় দলের পাঁচ সদস্যের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে টুর্নামেন্ট স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া। চণ্ডীগড় দলের বাকি সদস্যদের আরও একবার করে করোনা টেস্ট করা হয়েছে।

মহিলাদের ১১তম জাতীয় জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আসা চণ্ডীগড় দলের ওই পাঁচ সদস্যের শরীরে কোভিড ১৯-এর মৃদু সংক্রমণ ধরা পড়েছে বলে জানানো হয়েছে। তাই তাঁদের শারীরিক অবস্থায় স্থিতিশীল বলেও হকি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে। জাতীয় স্তরের হকি টুর্নামেন্ট খেলতে আসা বাকি দলের সদস্যরা করোনা ভাইরাস-মুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে। ইতিমধ্যেই প্রায় ১৩ কোটি মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৮ লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি কুড়ি লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৬২ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত সরকার।

সিএসকে-র নেটে একের পর এক ছক্কা হাঁকিয়ে ইমেজ ভাঙলেন পূজারা, ভাইরাল ভিডিও

More CORONAVIRUS News