'বিজেপি থেকে ১০ কোটি নিয়েছেন কুমারস্বামী'
কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জমির আহমেদ এদিন অভিযোগ করেন, এইচডি কুমারস্বামী বিজেপি থেকে ১০ কোটি টাকা নিয়েছেন। এবং বিজেপির নির্দেশ মতোই কর্ণাটকের বাসবকল্যাণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে জেডিএস। কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দেওয়াই এর মূল লক্ষ্য। উল্লেখ্য, এর আগে জেডিএস-এর তরফে ঘোষণা করা হয়েছিল যে উপনির্বাচনে কোনও প্রার্থী দেবে না তারা।
'নির্বাচনে লড়ার টাকা নেই দলের কাছে'
কর্ণাটকের ২টি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এপ্রিল মাসে। নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতেই কুমারস্বামীর বাবা তথা জেডিএস প্রধান দেবেগৌড়া দাবি করেছিলেন, নির্বাচনে লড়ার মতো পর্যাপ্ত টাকা নেই দলের হাতে। আর তাই আসন্ন উপনির্বাচনে কোনও প্রার্থী দেবে না তাঁর দল।
'আপনি এভাবে এত নীচে নামবে না'
তবে বাসবকল্যাণ কেন্দ্রে এবার প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন এইচডি কুমারস্বামী। এই আবহে জমির আহমেদ অভিযোগ করেন, 'তাদের দলের কাছে টাকা ছিল না নির্বাচনে লড়বে না বলে ঘোষণা করেছিলেন দেবেগৌড়া। এখন বিজেপি থেকে ১০ কোটি টাকা নিয়ে বাসবকল্যাণ কেন্দ্রে সংখ্যালঘু প্রার্থী দিচ্ছেন এইচডি কুমারস্বামী। আপনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনি এভাবে এত নীচে নামবে না।'
'কুমারস্বামী আজ যা করছেন, তা লজ্জার'
বাসবকল্যাণ ছাড়াও মাস্কি এবং বেলগাওঁ কেন্দ্রেও প্রার্থী দিয়েছে জেডিএস। এবং এই আসনগুলিতে জেডিএসের প্রার্থী দেওয়ার মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে কুমারস্বামীকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেন জমির আহমেদ। জমির বলেন, 'আপনি বিজেপি থেকে টাকা কেন নিচ্ছেন? এটা দালালির টাকা। আপনি বিজেপির এজেন্ট হয়ে যাচ্ছেন। দেবেগৌড়ার রাজনীতি অন্য পর্যায়ের, আমি তাঁকে নিয়ে কথা বলতে চাই না। তবে কুমারস্বামী আজ যা করছেন, তা লজ্জার।'