|
শাহরুখের কাছে প্রশ্ন
২০১৪ সালে শেষ বার আইপিএল জিতেছিল কেকেআর। গৌতম গম্ভীরের নেতৃত্বে সেই খেতাব জয়ের পর কলকাতার পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকেই নেমেছে। কার্যত সে কথা স্মরণ করিয়েই টুইটারে মজার ছলে #AskSRK শীর্ষক কথোপকথনে শাহরুখ খানকে আগামী আইপিএলে কেকেআরের সফলতা নিয়ে প্রশ্ন করেন এক ক্রিকেট ফ্যান। লেখেন, 'শাহরুখ ভাই কেকেআর কাপ লায়েগি না ইস বার'।
|
কী উত্তর দিলেন শাহরুখ
কেকেআরের গত ৬ বছরের ট্রফিহীনতায় যে শাহরুখ খান বিচলিত নন, তেমনটা মনে করলে কিন্তু ভুল ভাবা হবে। কিন্তু এই দীর্ঘ বছরে দলের ওপর থেকে আস্থা হারাননি কিং খান। উল্টে কেকেআর ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে সব ঝড়-ঝাপ্টা সামলেছেন। সেই ঢঙেই ক্রিকেট প্রেমীর প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছেন যে তিনি এবার কেকেআরের আইপিএল খেতাব জয় তিনি আশাবাদী। ওই কাপ তিনি কফি খাবেন বলে মজাও করেছেন বলিউড বাদশা।
গত আইপিএলে কেকেআরের পারফরম্যান্স
সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া ২০২০ সালের আইপিএলে ১৪ ম্যাচের সাতটিতে জিততে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স। ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে টুর্নামেন্ট শেষ করে শাহরুখ খানের দল।
আইপিএলে কেকেআর
আইপিএলের খেতাব জয়ের নিরিখে আট দলের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কেকেআর। ২০১২ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংস-কে তাদেরই মাটিতে ফাইনাল হারিয়েছিল গৌতম গম্ভীরের দল। ২০১৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এরপরের ছয় মরসুমের ট্রফিহীনতা এবার কাটবে বলে মনে করেন দলের ফ্যানরা।