'বেচারামকে জেতাতে সাহায্য করুন', সিঙ্গুরের বিজেপি প্রার্থী মাস্টার মশাইকে বার্তা মমতার

বেচারাম মান্নাকে সিঙ্গুরে জেতাতে সাহায্য করুন। মাস্টার মশাইয়ের বয়স হয়েছে আপনি বাড়িতেই থাকুন। সিঙ্গুরের সভা থেকে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিঁধলেন মমতা। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী হয়েছেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ভোটের আগে থেকে বেচারাম মান্নার সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই নন্দীগ্রামের সভা থেকে দাবি করেছিলেন তিনি সিঙ্গুর থেকেও প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু মাস্টারমশাই আসন ছাড়তে রাজি হননি।

বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য

সিঙ্গুরে এবার বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্নার বিরুদ্ধে লড়বেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই বেচারাম মান্নার সঙ্গে বিরোধ চরে উঠেছিল রবীন্দ্রনাথ ঘোষের। ব্লক সভাপতি নির্বাচন নিয়ে বেচারাম মান্নার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছিলেন তিনি। তারপরেই দলবদল করে বিজেপিতে যোগ দেন সিঙ্গুরের বিধায়ক। এবং সিঙ্গুরেই এবার বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। দল তাঁকে টিকিট দেবে না আঁচ করেই বিজেপিতে যোগদান করেন বলে মনে করা হচ্ছে।

মাস্টারমশাইকে নিশানা মমতার

বুধবার সিঙ্গুরের সভা থেকে সরাসরি মাস্টারমশাইকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিঙ্গুর আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঘোষ নিজে মমতার পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপরেই তৃণমূলের টিকিটে িসঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শ্রদ্ধা করতে। একুশের ভোটের আগে টিকিট পাওয়ার জন্য তিনি দলবদলবেন সেটা ভাবতে পারেননি মমতা নিজেও। এদিন সিঙ্গুরের সভা থেকে মমতা তাঁকে নিশানা করেছেন। মাস্টার মশাইকে দলে পরামর্শদাতাদের কমিটিতে রাখতে চেয়েছিলেন মমতা। কিন্তু তিনি টিকিটের লোভে এমন করবেন বুঝতে পারিনি বলে আক্রমণ করেছেন মমতা।

বেচারামকে জেতানোর প্রস্তাব

মাস্টার মযাই বৃদ্ধ হয়েছেন। তাই তিনি ঘরে থাকুন। বেচারাম মান্নাকে জিতিয়ে তৃণমূলকে শক্তিশালী করুন।সিঙ্গুরের সভা থেকে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য এর পরের দফায় সিঙ্গুরে ভোট। তার েক্ষত্র আগে থেকে প্রস্তুত করে রেখে দিচ্ছেন মমতা। হরিপাল থেকে এবার বেচারাম মান্নাকে সিঙ্গুরে নিয়ে আসা হয়েছে।তাই বেচারাম মান্নাকে সিঙ্গুরে জেতানো এখন তৃণমূলের বড় চ্যালেঞ্জ।

সিঙ্গুরে শিল্প বার্তা মমতার

সিঙ্গুরে শিল্প গড়ার কথা শোনােলন মমতা বন্দ্যোপাধ্যায়।সিঙ্গুরের জমিকে চাষযোগ্য করে গড়ে তুলতে ১৫০০ কোটি টাকা খরচ করেছি বলে জানিয়েছেন তিনি। যাঁরা সিঙ্গুরের আন্দোলনের বিরোধিতা করেছিলেন তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। পরবর্তী কালে সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রার্থী পাচ্ছে না বলে বৃদ্ধ মাস্টারমশাইকে প্রার্থী করেছে বিজেপি।

মমতা-শুভেন্দুদের সঙ্গেই দ্বিতীয় দফার ভোটে বাংলায় কোন কোন কেন্দ্রে 'স্টার ডুয়েল' দেখা যাবে, একনজরে তথ্য

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News