ঘরের মাঠে শেষ দুই ম্যাচে শেফালির পারফরম্যান্স
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে ৩১ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শেফালি ভার্মা। ৬টি চার ও দুটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। তার আগের ম্যাচে ২২ বলে ২৩ রান করেছেন ১৭ বছরের ওপেনার। দুটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।
শীর্ষ স্থান ধরে রাখলেন শেফালি
আইসিসি-র সদ্য প্রকাশিত টি২০ ক্রমতালিকায় কম্পন ধরিয়ে দিয়েছেন শেফালি ভার্মা। ব্যাটসম্যানদের বিভাগে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় মহিলা দলের ১৭ বছরের ডান হাতি ওপেনার। তাঁর ঝুলিতে রয়েছে ৭৭৬ রেটিং।
ক্রমতালিকায় ভারতীয়দের উত্থান
আইসিসি-র সদ্য প্রকাশিত টি২০ ক্রমতালিকার প্রথম দশে বেশ খানিকটা উঠেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার স্মৃতি মান্ধানা। তিনি ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। ক্রমতালিকার অষ্টম স্থানে উঠে এসেছেন জেমেইমা রডরিগেজ।
শেফালি কেরিয়ার
ভারতের মহিলা ক্রিকেট দলের জার্সিতে এখনও পর্যন্ত ২২টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন শেফালি ভার্মা। ২৯.৪-এর গড়ে ৬১৭ রান এসেছে ১৭ বছরের ব্যাটসম্যানের হাত থেকে। তিনটি অর্ধশতরান সামিল রয়েছে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে শেফালির সর্বোচ্চ স্কোর ৭৩।