মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নিষিদ্ধ করা হোক, সাত দফার আগেই কমিশনে নালিশ অর্জুনদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নিষিদ্ধ করার দাবি জানাল বিজেপি। অর্জুন সিং এবং শিশির বাজোরিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি জানিয়েছে। তাঁরা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ভাষণ দেওয়ার সময় কদর্য ভাষা ব্যবহার করছেন যা একেবারেই শোভনীয় নয়। এমনকি নির্বাচন কমিশনকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। প্রসঙ্গত উল্লেখ্য প্রথম দফা ভোটের আগে অফিসার বদলি নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেছিলেন 'যতই তুমি বদল করো মাইনে তোমার ৪১২'

গতকালও নন্দীগ্রামের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে নিশানা করে বলেছেন, ভোটের পর আমরাই থাকব। এধরনের কথা বলা মানে ভোটারদের চমকানোর সামিল। এমনই অভিযোগ করেছেন শিশির বাজোরিয়া। এছাড়াও অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একাধিকবার কদর্য ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেপি নাড্ডাকে নাড্ডা, হাড্ডা, গাড্ডা বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধীদলের নেতাদের কদর্য ভাষায় আক্রমণ করা মেনে নিতে রাজি নয় বিজেপি। তাই অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ব্যান করার দাবি জানিয়েছেন অর্জুন সিংরা। এক আগে শিশির অধিকারী বলেছিলেন তিিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের জন্য নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। যদিও অধিকারী পরিবারও একের পর এক নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

West Bengal Election : পুরো বাংলায় পরিবর্তণ করারা সহজ রাস্তা নন্দী গ্রামে মমতা ব্যানার্জীকে হারানো বললেন অমিত শাহ

পেটে তীব্র যন্ত্রণা, হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান শরদ পাওয়ার! দ্রুত অস্ত্রোপচারের সম্ভাবনা

More MAMATA BANERJEE News