১ এপ্রিল আইপিএল শিবিরে বিরাট
গত রবিবার পুনের এমসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচ খেলে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি ছাড়া টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা জৈব সুরক্ষা বিধি মেনে নিজ নিজ আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। স্বতন্ত্র ভারত অধিনায়ক নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত না হয়ে মুম্বইতে নিজের বাড়িতে গিয়ে উঠেছেন। আগামী ১ এপ্রিল তিনি চেন্নাইয়ের আরসিবি শিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে বিরাটকে
বিসিসিআই ও প্রশাসন নির্ধারিত জৈব সুরক্ষা বিধি ভঙ্গ করেছেন বিরাট কোহলি। নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আইপিএলের প্রস্তুতি হিসেবে নিজ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার কথা ভারত অধিনায়কের। সেই বিধি ভঙ্গ করেছেন ভারতীয় ক্রিকেটের আইকন। ফলে চেন্নাই পৌঁছে তাঁকে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছে।
বাড়িতেই আইপিএলের প্রস্তুতি শুরু বিরাটের
রবিবার পুনের এমসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ শেষ হতেই দেশে আইপিএলের দামামা বেজে গিয়েছে। একদিকে যখন ভারতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে খানিকটা বিশ্রাম নিয়ে অনুশীলনে নামার কথা ভাবছেন, তখন না থেমে বাড়িতেই গা ঘামাতে শুরু করেছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে শেষ হতেই পুনে থেকে মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরে এসেছেন বিরাট কোহলি। একবিন্দু বিশ্রাম না নিয়ে আইপিএলের জন্য বাড়ির জিমেই গা ঘামাতে শুরু করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আইপিএল খেতাব লক্ষ্য বিরাটের
২০২০ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে এলিমিনেটর থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাট কোহলির দলকে। ওই আইপিএলে বিরাট নিজে ব্যাট হাতে ১৫ ম্যাচ খেলে ৪৬৬ রান করেছিলেন। তবে সমান্য কিছু ভুলের জন্য গতবার অসম্পূর্ণ থেকে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান ভিকে। উল্লেখ্য গত ১৩ বছরে একবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি আরসিবি। তবে এবারের দল অন্যান্য বারের থেকে আলাদা হওয়ায় খেতাব জয়ের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন অধিনায়ক বিরাট।