নন্দীগ্রাম: হুইল চেয়ারে বসে রোড শো শুরু করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ভাঙাবেড়ায় রোড শো করছেন তিনি।

12:00:08: ভাঙাবেড়া শহিদ বেদীতে মাল্যদান করে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

12:15:00: মমতা বন্দোপাধ্যায়ের রোড শো-এ রাস্তার দুপাশে মানুষের ঢল। ‘খেলা হবে শ্লোগান’।

12:30:39: সোনাচূড়াতে রোড শো শেষ করে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

12:33:29: সোনাচূড়ার জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামবাসীকে তিনি জানালেন, নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম করবেন তিনি।

12:34:05: “ভিন রাজ্যের পুলিশ অত্যাচার করছে, ভোটের পর আর ভিনরাজ্যের পুলিশ থাকবে না” বললেন মমতা।

12:35:55: সোনাচূড়ার জনসভায় নন্দীগ্রামবাসীকে প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, “হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে ব্রিজ হবে।”

13:01:55: “টাকা দিয়ে কেউ ভোট দেবেন না। এর থেকে বড় পাপ আর হতে পারে না”ঃ মমতা বন্দ্যোপাধ্যায়।

12:36:31: “ভোট না দিয়ে কেউ ফিরবেন না” সোনাচূড়ায় নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভোট না দিয়ে কেউ ফিরবেন না। ইভিএম খারাপ থাকলে অপেক্ষা করুন।”

সোনাচূড়ায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি প্রচার সারবেন বাঁশুলিচক ও টেঙ্গুয়ায়। এই দুই জায়গায় সভা করবেন মমতা। উল্লেখ্য, ১ এপ্রিল নির্বাচন রয়েছে নন্দীগ্রামে। আজই সেখানে প্রচারের শেষ দিন। বিকেল ৫ টা অবধি প্রচার করতে পারবেন প্রার্থীরা।

14:10:27: বাঁশুলিচকে সভামঞ্চে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে রয়েছেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। তিনি গান গাইলেন।

14:25:10: বক্তব্য শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “আমি গ্রাম থেকে লড়তে চেয়েছিলাম। নন্দীগ্রামের থেকে আর ভালো জায়গা হয় না।”

বিস্তারিত আসছে…

 

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।