সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : পলট, পলট এবং………পলট। মেয়েটি ফিরে তাকাল। এবং কেল্লাফতে। জীবনে বসন্তে আসিল ছেলেটির। কোন সিনেমার দৃশ্য? জানা থাকলেও এরাও একবার আওড়াতে ক্ষতি নেই। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে রাজ তার সেনোরিটার ভালোবাসার অঙ্ক মেলাতে এই ফরমুলা ব্যবহার করেছিল। একই কায়দায় জোটযাত্রীরা ভোট জয়ের অঙ্ক মেলাতে সেই বিখ্যাত প্রেমের ফরমুলাকেই ব্যাবহার করলেন। হ্যাঁ, ঠিক এভাবেই তাঁরা এক নতুন ধরনের প্রচার ভিডিও বানিয়েছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে দুই যুবক কথা বলছে। একজন ‘লাভ গুরু’, অন্যজন শিক্ষানবিশ। কি করে প্রেম নিবেদন করতে হয় সেই শিক্ষা নিচ্ছে ওই শিক্ষানবিশ। শিক্ষা শেষ হবার আগেই অঙ্কের পেপার সামনে হাজির, মানে ওই যুবকের প্রেয়সী। লাভ গুরু ‘সিন’ থেকে উধাও। শিক্ষানবিশ প্রেমিক আচমকা ঘাবড়ে গিয়ে বলে ফেলল, এবার ভোটটা সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থীকেই ভোট দিতে হবে, কারণ এই সরকার ক্ষমতায় এলে তাঁরা সবাই টেট, এসএসসি, পিএসসি সব পরীক্ষা একসঙ্গে দিতে পারবে। এক ঢিলে দুই পাখি মারা হল। একদিকে রাজনৈতিক দিক দিয়ে বলা হল বর্তমান রাজ্যসরকার এই সমস্ত পরীক্ষা ঠিকভাবে হতে দেয়নি। বাম জোট ক্ষমতায় এলে তাঁরা এই কাজ করবে তখন তাদের যেমন ভালো হবে পাশাপাশি তাদের প্রেমেরও হিল্লে হবে। এরপর সেই মেয়েটি ভেবে দেখব বলে চলে যায়।
মেয়েটি এগিয়ে যাচ্ছে, ছেলেটি হাতে তুলে নিল পলট অস্ত্র। অঙ্ক কি মিলবে? হ্যাঁ মিলে গেল। ঠিক ডিডিএলজে ছবিতে তৃতীয়বার শাহরুখ খান পলট বলার পরেই যেমন ফিরে তাকিয়েছিলেন কাজল ঠিক একই কায়দায় এখানেও ফিরে তাকাল সেই মেয়েটি। প্রেমের জয়। জোটের………জয় হবে কী? এভাবেই আশায় বুক বেঁধে নানা ধরনের আকর্ষণীয় প্রচার চালিয়ে যাচ্ছে বাম সমর্থকরা। ভিডিওর নাম ‘প্রিয়তমাসু’। ট্যাগলাইন, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। মজার এবং আকর্ষণীয় বলা যেতেই পারে। এটি প্রথম পর্ব বলা হয়েছে। অর্থাৎ এমন অনেকগুলি এই ধরনের ভিডিও সিরিজ আসবে তা স্পষ্ট।
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। ২৬ বছর পেরিয়েও ছবির জনপ্রিয়তা এতটুকুও কমেনি। ছবির ডায়লগ, স্টাইল, দৃশ্য ফিরে ফিরে এসেছে বিভিন্ন ভাবেম বিভিন্ন ক্ষেত্রে। পরিচালনা করেছেন আদিত্য চোপড়া এবং এটিই তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা করেন যশ চোপড়া।
দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ভারতে ১.০৬ বিলিয়ন এবং দেশের বাইরে ১৬০ মিলিয়ন আয় করে সেই বছরে বলিউডের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে এবং এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র। শ্রেষ্ঠ ছবি সহ এমন ১০টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। ডিডিএলজে গানের অ্যালবামটি ১৯৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় অ্যালবাম।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.