পেট্রোল-ডিজেলের দাম কমল টানা তিনবার, কলকাতা-সহ মেট্রো শহরে কত দাম একনজরে

ফের কমল পেট্রোল-ডিজেলের দাম। গত বুধবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছিল পেট্রোল-ডিজেল। এবার ভোটের মুখে আরও একটু স্বস্তি ফিরল পেট্রোল-ডিজেলের দাম নিম্নমুখী হওয়ায়। মঙ্গলবার পেট্রোলের দাম কমল ২২ পয়সা, ডিজেলের দাম কমল ২৩ পয়সা। দেশের চার মেট্রো শহরেই দাম কমেছে।

পর পর তিনবার দমল পেট্রোলোর দাম

গত বুধবার ২০২১ সালের প্রথমবার দাম কমল। তার আগে ২০২০ সালের ১৬ মার্চ শেষবার দাম কমেছিল পেট্রোল-ডিজেলের। সেই নিরিখে এক বছর পর পেট্রোল-ডিজেলের দাম কমে গত বুধবার। তারপর বৃহস্পতিবারও দাম কমেছিল। মঙ্গলবার আবার কমল পেট্রোল ও ডিজেলের দাম।

কলকাতায় কত হল পেট্রোল-ডিজেলের দাম

কলকাতায় মঙ্গলবার পেট্রোলের দাম কমল ২২ পয়সা। কলকাতায় এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯০ টাকা ৭৭ পয়য়া। ডিজেলের দামও ২৩ পয়সা কমেছে। দাম দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭৫ পয়সা। কলকাতার পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি, মুম্বই ও চেন্নাইয়েও।

দিল্লি-মুম্বই-চেন্নাইয়ের পেট্রোল-ডিজেলের দর

দিল্লিতে ২২ পয়সা কমে পেট্রোলের দাম ৯০ টাকা ৫৬ পয়সা আর ২৩ পয়সা কমে ডিজেলের দাম ৮০ টাকা ৭৮ পয়সা। মুম্বইয়ে ১৮ পয়সা কমে পেট্রোলের দাম ৯৬ টাকা ৯৮ পয়সা আর ১৯ পয়সা কমে ডিজেলের দাম ৮৭ টাকা ৯৬ পয়সা। আর চেন্নাইয়ে ২২ পয়সা কমে পেট্রোলের দাম ৯২ টাকা ৫৮ পয়সা আর ২২ পয়সা কমে ডিজেলের দাম ৮৫ টাকা ৮৮ পয়সা হয়েছে।

গত মাসে ১৬ বার দাম বৃদ্ধির পর কমল দর

বিগত এক বছর ধরে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই যাচ্ছিল। লাগাতর এই বৃদ্ধির ফলে মাথায় হাত পড়েছিল দেশবাসীর। বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে, তখন ভারতে তেলের দাম বৃদ্ধিতে আকাশছোঁয়া হচ্ছিল নিত্যপণ্যও। গতমাসে দেশের বাজারে তেলের মূল্য পরপর ১৬ দিন ধরে বৃদ্ধি হয়েছিল। প্রায় এক বছর পর পর পর তিনবার দাম কমায় স্বস্তি মিলল খানিকটা।

পেট্রোল-ডিজেলের দাম কমল পরপর তিনবার

শুধু পেট্রোপণ্যই নয়, গ্যাসের দামও আকাশ ছুঁয়েছে। ফলে কেন্দ্রের মোদীর সরকারের দিকে আঙুল তুলেছে জনতা। এক বছর পর বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোল-ডিজেলের দাম কমায় স্বস্তির হাওয়া। আমজনতার খানিক স্বস্তি মিলতে পারে জ্বালানি তেলের দাম কমায়। গত বুধবার থেকে মঙ্গলবারের মধ্যে তিনবার দম কমল।

বসুন্ধরা রাজেকে কি সন্ন্যাসে পাঠাল বিজেপি? রাজস্থানের উপনির্বাচনের আগে বিদ্রোহের আঁচ

More PETROL News