বসুন্ধরা রাজেকে কি সন্ন্যাসে পাঠাল বিজেপি? রাজস্থানের উপনির্বাচনের আগে বিদ্রোহের আঁচ

দীর্ঘকাল ধরে রাজস্থানে বিজেপির সর্বেসর্বা ছিলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সেই বসুন্ধরা রাজে সিন্ধিয়ার নাম এবার বাদ পড়ল বিজেপির তারকা প্রচারকের তালিকা থেকে। আর এরপর থেকে জোর জল্পনা শুরু হয়েছে রাজস্থানের রাজনৈতিক আঙিনায়। উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল রাজস্থানের রাজসামন্দ, সাহাদা, সুহানগড় আসন তিনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন সমীকরণে ভোটারদের মন জয় করার ছক কষছে বিজেপি

বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই এই নির্বাচনে যেতে চাইছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার চালিয়েই এই তিন আসনে ভোটারদের মন জয় করার ছক কষছে গেরুয়া শিবির। এই আবহে বিজেপির তারকা প্রচারকের তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওযাত, অর্জুন রাম মেঘওয়াল, কৈলাশ চৌধুরী, সতীশ পুনিয়া, গুলাব কাটারিয়া, রাজেন্দ্র রাঠোর। তবে তালিকায় নেই রাজ্যেপ প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া।

রাজ্য রাজনীতি থেকে রাজেকে সরানোর পরিকল্পনা

গত বছরই বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে জাতীয় সর্বভারতীয় সভাপতি করেছিল বিজেপি। রাজ্য রাজনীতি থেকে যে বসুন্ধরাকে দূরে রাখতে চাইছে বিজেপি, তা তখনই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল। এদিকে এই আবহে নাকি বসুন্ধরা রাজে সরাসরি দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর ছক কষছেন। রাজের অনুগামী হিসেবে পরিচিত 'জনতা সেনা'র সদস্যরা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে চলেছে এই তিন আসনে।

মিলেছে বিদ্রোহের আঁচ

এদিকে বিজেপি এই বিদ্রোহী প্রার্থীদের বোঝাতে ময়দানে নেমেছে। জানা গিয়েছে রাজের এই অনুগামীদের দল 'জনতা সেনা'র মাথায় রয়েছেন রন্ধীর সিং ভিন্ডার। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বড় সমর্থক হিসেবেই পরিচিত এই রন্ধীর। এই আবহে বিজেপির দাবি, বসুন্ধরা রাজের সমর্থকদের ছাড়াই এই তিন আসনে জয়ের ব্যপারে আসাবাদী দল।

প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে রোড শো-তে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী

More VASUNDHARA RAJE News