নন্দীগ্রামের ভোটের দিন কেমন আবহাওয়া থাকবে?
আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, নন্দীগ্রামে ভোট অর্থাৎ ১ এপ্রিল মেদিনীপুরের বুকে শুষ্ক আবহাওয়া থাকছে। একই সঙ্গে রোদের দাবদাহ প্রবল পরিমাণে বাড়তে পারে। যা তাপমাত্রাকে চড়িয়ে দেবে আরও। এদিকে আজ কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা বাড়তে থাকার ইঙ্গিত
হাইভোল্টেজ ভোটের সপ্তাহেই বাংলার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে শুরু করেছে। জানা গিয়েছে , এই দুটি দিন জেলাগুলির তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রির কাছাকাছি।
উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি!
এদিকে, জানা গিয়েছে, ৩১ মার্চ উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকলেও, ১ এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বলে পূর্বাভাস। ১ এপ্রিল, দার্জিলিং ,জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে বর্ষণের সম্ভাবনা রয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৮.৫
বালুরঘাট ৩৮.০
বাঁকুড়া ৪০
ব্যারাকপুর ৩৬.৫
বহরমপুর ৩৭.০
বর্ধমান ৩৮.৮
দার্জিলিং ১৯.০
দীঘা ৩৪.১
কৃষ্ণনগর ৩৭.৪
পুরুলিয়া ৩৮.৭
সল্টলেক ৩৫.২
শ্রীনিকেতন ৩৭.২