মমতার গাড়ি ঘিরে 'জয় শ্রী রাম' স্লোগান
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের সভাস্থলে যাওয়ার পথে 'জয় শ্রী রাম' স্লোগানের মুখোমুখি হন। রেয়াপাড়ায় যেখানে অমিত শাহের রোড শো হওয়ার কথা, সেখানে দিয়ে যাচ্ছিল তৃণমূল সুপ্রিমোর কনভয়। সেই সময় বিজেপি কর্মীরা তাঁর গাড়ির দুই পাশ থেকে দাঁড়িয়ে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন।
নন্দীগ্রামে তারকা খচিত প্রচার
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটগ্রহণ পয়লা এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার৷ তার আগে আজই দ্বিতীয় দফার প্রচারের শেষ দিন৷ আর এই দফায় সব দলের পাশাপাশি গোটা বাংলার নজরের কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম৷ যেখান থেকে গড়ে উঠতে পারে বাংলার আগামী সরকারের ভিত৷ তাই শেষপ্রচারে তৃণমূল থেকে বিজেপি - সবার পাখির চোখ নন্দীগ্রাম৷ একদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই চারটে কর্মসুচি করবেন৷ পিছিয়ে নেই বিজেপিও৷ তৃণমূল সুপ্রিমোকে পরাস্ত করতে আজ নন্দীগ্রামে প্রচারে ঝড় তুলবেন কেন্দ্রীয় বিজেপির চাণক্য অমিত শাহ৷ থাকবেন বিজেপির স্টার ক্যাম্পেইনার মিঠুন চক্রবর্তীও৷
মমতা একাই চারটি কর্মসূচিতে অংশ নেবেন
নন্দীগ্রামে ভোট মেটা পর্যন্ত সেখানেই থাকবেন বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরপর নন্দীগ্রামে সভা করছেন তিনি৷ আজ নন্দীগ্রামে তাঁর চারটি কর্মসুচি রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷ তৃণমূল নেত্রী ভাঙাবেড়া শহীদ বেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত রোড-শো করবেন৷ হুইলচেয়ারে করেই ৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন তিনি৷ রোড শোয়ের পর বেলা ১টায় সোনাচূড়ায়, ২টোয় বাঁশুলি চক লক গেট ও ৩টেয় তেঙ্গুয়া মোড় ক্রসিং-এ সভা করবেন মুখ্যমন্ত্রী৷
নন্দীগ্রামে অমিত শাহ
একদিকে মমতার বিরুদ্ধে প্রচার চালাতে আসছেন বিজেপির চাণক্য হিসেবে পরিচিত অমিত শাহ৷ দুই মেদিনীপুরে তিনটি রোড শো করবেন তিনি৷ বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রামে বেলা ১২টায় রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এরপর তিনি যাবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরায়৷ সেখানে দুপুর দেড়টায় রোড শো রয়েছে৷ এরপর বিকেল ৩টেয় পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় রোড শো করবেন তিনি৷ দ্বিতীয় দফার শেষ দিনের প্রচারে নন্দীগ্রামের পাশাপাশি ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকাতেও যাচ্ছেন শাহ ৷ সেখানে তাঁর সভা বিকেল চারটেয়৷
স্লগ ওভারে ব্যাট করতে নামবেন মিঠুন চক্রবর্তী
নন্দীগ্রামে শেষ দিনের প্রচারে অমিত শাহের পাশাপাশি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শোয়ে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তীও৷ নন্দীগ্রামের পাশাপাশি খড়গপুর, তারকেশ্বর ও কাকদ্বীপে রোড শো করবেন তিনি৷ বিকেল ৪টে নাগাদ নন্দীগ্রামে রোড শো করবেন মিঠুন৷ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে প্রচার৷