নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ, সন্ত্রাস তৈরি করছে তৃণমূল, বললেন দিলীপ

নন্দীগ্রামের (NANDIGRAM) তেঁতুলবাড়িতে বিজেপি (BJP) কর্মী শ্যামল মাইতির স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। বাড়ি থেকে হাত, পা, মুখ বাধা অবস্থায় উদ্ধার। তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

হাসপাতালে ভর্তি বিজেপি কর্মীর স্ত্রী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর প্রচারে। বাড়ি ফিরে দেখেন স্ত্রীর হাত, পা, মুখ বাধা অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দিলীপ ঘোষের অভিযোগ

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, শারীরিক নিগ্রহের পরে গলায় দড়ি দিয়ে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন, নন্দীগ্রাম জিততে পারবে না ধরে নিয়ে তৃণমূল এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে।

মহিলাদের নিরাপত্তা তলানিতে

দিলীপ ঘোষের অভিযোগ বাংলার মহিলাদের নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে। এব্যাপারে তিনি নিমতার ঘটনার কথা উল্লেখ করেছেন। সেই কারণে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় লোক ভোলাতে নানা রকমের মন্তব্য করছেন বলে অভিযোগ করেছেন।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি এই ধরনের ঘটনাকে তৃণমূল কখনই সমর্থন করে না। পারিবারিক গোলযোগের পাশাপাশি দলীয় অন্তর্দ্বন্দের জেরেই এই ঘটনা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

শালবনিতে আক্রান্ত সুশান্ত ঘোষের এজেন্টের পরিবার, ভর্তি হাসপাতালে, অভিযুক্ত তৃণমূল

Know all about
শুভেন্দু অধিকারী

More BJP News