নির্বাচনের মাঝে কয়লাকাণ্ডে নয়া মোড়, সিবিআই দফতরে হাজিরা অনুপ মাঝির

দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। বিগত প্রায় চার মাস ধরে বারংবার সিবিআইয়ের তরফে ডেকে পাঠানো হলেও হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন অনুপ মাঝি। তবে কয়েকদিন আগে সুপ্রিমকোর্টের রক্ষাকবচ পান এই ব্যবসায়ী। এরপরই আজ ফের লালাকে ডেকে পাঠায় সিবিআই। আর সেই তলবের প্রেক্ষিতেই আজ নিজাম প্যালেসে সিবিআই দফতরে যান লালা। জানা গিয়েছে সমস্ত তথ্য প্রমাণ সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।

৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না

গ্রেফতারি পরওয়ানা জারি করা হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখনই লালাকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না বলে গত সপ্তাহেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ লালার কাছে হাজিরার নোটিসও পাঠায় সিবিআই৷ কিন্তু, বারবার হাজিরা এড়াচ্ছিল লালা৷ তার খোঁজও পাওয়া যাচ্ছিল না৷ হঠাৎ আজ নিজে থেকে সিবিআই দফতরে হাজিরা দেয় সে৷ এদিন তার বয়ান রেকর্ড হবে বলে সিবিআই সূত্রে খবর।

অনুপ মাঝি ঘনিষ্ঠ ৬ কয়লা ব্যবসায়ীকে নোটিস আয়কর দফতরের

কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা৷ কয়লাকাণ্ডের কিনারা করতে নেমে লালার বিষয়ে এর আগে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা। একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গেও লেনদেন চলত লালার। গত ১৩ নভেম্বর অনুপ মাঝি ঘনিষ্ঠ ৬ কয়লা ব্যবসায়ীকে নোটিস পাঠায় আয়কর দফতর। অনুপ মাঝির সঙ্গে এই ছয় কয়লা ব্যবসায়ীর ঘনিষ্ঠ সংযোগ সূত্র পাওয়ার পরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল সিবিআই। কিন্তু, দেখা করেনি।

সরকারি আধিকারিকদের সঙ্গে যোগযোগ তৈরি করে বেআইনি চক্র

অন্যদিকে, গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর কয়লা ব্যবসায়ী অনুপ মাঝির সঙ্গে তাঁর যোগসূত্র পান তদন্তকারীরা। অনুপ মাঝির বিরুদ্ধে অভিযোগ, ইসিএল অঞ্চলে অবৈধ কয়লা খনন ও পাচার৷ অভিযুক্ত সরকারি আধিকারিকদের সঙ্গে যোগযোগ তৈরি করে বেআইনি চক্র চালানো হচ্ছে বলে তদন্তে উঠে আসে।

জিতলে নন্দীগ্রামে হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়, রোড শো-র পর জনসভায় ঘোষণা মমতার

More CBI News