টাইগার হিল থেকে দিঘা ৪০ টি প্রাসাদ! পেটোয়া সাংবাদিকদের স্ত্রীরা সরকারি পে রোলে, বিস্ফোরক শুভেন্দু

দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শেষ হওয়ার পথে। তার আগে বিস্ফোরক শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নন্দীগ্রামের (nandigram) মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন, বদলা হিসেবে তা ফিরিয়ে দিতে ভাইপো অভিষেকের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিজেপি প্রার্থী।

দুর্নীতি নিয়ে নিশানা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, টাকা লুকোতে বিজেপিতে যোগ দিয়েছে অধিকারীরা। পাশাপাশি শুভেন্দু অধিকারী কিংবা অধিকারী পরিবার কত কিছু করেছে, তার একটা হিসেব দেওয়ার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জবাব শুভেন্দু অধিকারী বলেছেন, বিনয় মিশ্রকে নিয়ে কেন কোনও কথা বলছেন না মাননীয়া। ম্যাডাম নারুলাকে কেন বলছেন না। কেনই বা তোলাবাজ ভাইপোর বাড়ি শান্তিনিকেতনে গিয়েছিল সিবিআই, সেব্যাপারে কেন কিছু বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। কয়লা ও গরু পাচার কাণ্ডে সিবিআই খুঁজছে বিনয় মিশ্রকে। ইতিমধ্যেই তাঁর ভাই বিকাশকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেসব তথ্যও সভায় তুলেছেন শুভেন্দু অধিকারী।

নিজেই বললেন নিজের পরিবর্তনের কথা

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর পরিবর্তনের কথা তুলে ধরছে। যার জবাব দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তিনি বলেছেন, নিজের পরিবর্তন বলতে নিরাপত্তা বেড়েছে। আগে যা রাজ্য দিত এখন তা কেন্দ্র দেয়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ২০১১-র আগে মাননীয়ার চটির যে ব্র্যান্ড ছিল তার পরিবর্তন হয়েছে। পাশাপাশি শাড়ির মানেরও পরিবর্তন হয়েছে। এরপরেই তিনি বলেন, টাইগার হিল থেকে দিঘা পর্যন্ত ৪০ টি প্রাসাদ তৈরি করে রেখেছেন লেডি হিটলার।

সাংবাদিকদের একাংশকে আক্রমণ

সাংবাদিক একাংশ বরাবরই সরকারের সুবিধা নিয়ে থাকে। যা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন বেশ কয়েকজন পেটোয়া সাংবাদিক রয়েছে, যাঁদের স্ত্রীদের তথ্য-সংস্কৃতি দফতর পে-রোলে রেখেছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, নামের তালিকা বের করলে তাঁরা ঘর থেকে বেরোতে পারবেন না।

ধর্মীয় মেরুকরণ করছেন না, বলেছেন শুভেন্দু

বিজেপি ধর্মীয় মেরুকরণ করছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের অন্য নেতাদেরও। নন্দীগ্রামে সেই কাজ করছেন শুভেন্দু অধিকারীও। তুলছেন হিন্দুত্বের স্লোগান। এই অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি কোনও মেরুকরণ করছেন না। তবে মাননীয়া যেভাবে তুষ্টিকরণ করেছেন তার বিরুদ্ধেই তিনি প্রচার করছেন। কটাক্ষ করে তিনি বলেছেন, মাননীয়া ২৭ শতাংশ দুধেল গাইয়ের দুধ দুইতে গিয়ে বিরুদ্ধে ৭৩ শতাংশ এক হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ, সন্ত্রাস তৈরি করছে তৃণমূল, বললেন দিলীপ

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More SUVENDU ADHIKARI News