ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশেই। একটানা সংক্রমণ বেড়ে চলেছে একাধিক রাজ্যে। অন্যদিকে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই তালিকায় একেবারে শীর্ষস্থানে থেকে রেকর্ড গড়েছে মহারাষ্ট্র। মাঝে সংক্রমণের হারে বেশ খানিকটা পারাপতন লক্ষ্য করা গেলেও বর্তমানে দৈনিক সংক্রমণে ভাঙছে অতীতের সমস্ত রেকর্ড। এবার তা নিয়ে মহারাষ্ট্রের শিবসেনা সরকারের তুলোধনা করল বিজেপি।
এদিন মহারাষ্ট্রের করোনা সংক্রমণ নিয়ে শিবসেনার সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে ভারতীয় জনতা পার্টির নেতা অমর সাবলে বলেন, “ করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মহারাষ্ট্রের চরম অস্থিরতার সৃষ্টি করেছে। এই অবস্থায় সরকারের উচিত সাধারণ মানুষের প্রাণ বাঁচানোকেই আগ্রাধিকার দেওয়া। কিন্তু সে স্বাস্থ্য পরিষেবাই হোক বা রাজ্যের আইন-শৃঙ্খলা, প্রতি ক্ষেত্রেই আম-আদমির বিশ্বাসের জায়গাই হারিয়ে ফেলেছে সরকার।”
এদিন টুইটারে একটি ভিডিও বার্তা পোস্ট করে এভাবেই উদ্ধব সরকারকে আক্রমণ করেন অমর সাবলে। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার মহারাষ্ট্রে ৪০ হাজারের বেশি করোনা আক্রান্তের খোঁজ মেলে। পাশাপাশি মারা যান ১০৮ জনেরও বেশি মানুষ। অন্যদিকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে করোনার কবলে পড়েছেন প্রায় ২৭ লক্ষ ১৩ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন হাজারের বেশি মানুষ। এমনটাই বলছে মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রাপ্ত সর্বশেষ আপডেট।অন্যদিকে করোনা সংক্রমণের পর থেকে রবিবারই সংক্রমণই মহারাষ্ট্রে সর্বোচ্চ বলে জানাচ্ছে সরকার।
শতবর্ষ পুরনো হিন্দু মন্দিরে হামলা পাকিস্তানে, আন্তর্জাতিক মহলে কড়া নিন্দার মুখে ইমরান সরকার