ক্লান্তিহীন বিরাটের বিশ্রামে 'না', আইপিএলের জন্য নিরলস আরসিবি অধিনায়ক

ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট, টি২০ ও ওয়ান ডে সিরিজে পর্যুদস্ত করা ভারতের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর উর্বর ক্রিকেট মস্তিষ্কের বলে ব্রিটিশ বধে উচ্ছ্বসিত হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা। সেই আনন্দের আবহে যখন খানিকটা জিরিয়ে নিয়ে আইপিএলে চোখ রাখার পরিকল্পনা করছে দেশের ক্রিকেট মহল, তখন বিরাট কোহলি আরও একবার প্রমাণ করলেন ক্রিকেটের প্রতি তিনি কতটা নিবেদিত প্রাণ।

গা ঘামানো শুরু বিরাটের

রবিবার পুনের এমসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ শেষ হতেই আইপিএলের দামামা বেজে গিয়েছে দেশে। একদিকে যখন ভারতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে খানিকটা বিশ্রাম নিয়ে অনুশীলনে নামার কথা ভাবছেন, তখন না থেমে বাড়িতেই গা ঘামাতে শুরু করেছেন বিরাট কোহলি।

বিরাটের ভিডিও ভাইরাল

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে শেষ হতেই পুনে থেকে মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরে এসেছেন বিরাট কোহলি। একবিন্দু বিশ্রাম না নিয়ে আইপিএলের জন্য বাড়ির জিমেই গা ঘামাতে শুরু করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। লিখিছেন, বিশ্রাম নেই, এখান থেকে তিনি কেবল আইপিএলের কথাই ভাববেন। ভিডিওটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স

ব্যাট হতে খুব বেশি ঝড় তুলতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিরাট কোহলি। ব্রিটিশদের বিরুদ্ধে চারটি টেস্ট খেলে ১৭২ রান করেছেন ভারত অধিনায়ক। টি২০-তে সবচেয়ে বেশি ২৩১ রান করেছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে বিরাটের ব্যাট থেকে এসেছে দুটি হাফ সেঞ্চুরি সহ ১২৯ রান।

আইপিএল ২০২০-তে আরসিবি ও বিরাট

২০২০ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে এলিমিনেটর থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাট কোহলির দলকে। ওই আইপিএলে বিরাট নিজে ব্যাট হাতে ১৫ ম্যাচ খেলে ৪৬৬ রান করেছিলেন।

আইপিএল ২০২১-এ আরসিবি

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ২০২১ সালের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ফাইনাল এবং প্লে-অফ সহ ৫২ দিনে মোট ৬০টি ম্যাচ খেলা হবে। দেশের ছয় শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ) হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। প্রথম দিনই রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোকাবিলায় নামছে বিরাট কোহলির আরসিবি।

ইংল্যান্ড বধের পর মিশন আইপিএলের অংশ হতে মুম্বইয়ে রোহিত

More IPL 2021 News