ইংল্যান্ড দ্বৈরথে অভিষেকেই কামাল করা যে যে ভারতীয় ক্রিকেটার আইপিএল কাঁপানোর অপেক্ষায়

ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট, টি২০ ও ওয়ান ডে সিরিজ হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। চলতি মোকাাবিলার তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটেছে এমন কিছু ক্রিকেটারের, যাঁরা বিগত বছরগুলিতে আইপিএলেও ধারাবাহিকভাবে ভাল খেলে গিয়েছেন। ভারতের হয়ে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে কামাল করা যে সব ভারতীয় ক্রিকেটার আগামী আইপিএলে কাঁপাতে পারেন, তাঁদের তালিকা দেখে নেওয়া যাক।

সূর্যকুমার যাদব

ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্সের মূল্যায়ন পেলেন সূর্যকুমার যাদব। ৩০ বছর বয়সে ভারতীয় দলে ডাক পান ডান-হাতি ব্যাটসম্যান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম আন্তর্জাতিক টি২০ খেলতে নেমেছিলেন সূর্য। সিরিজের চতুর্থ ম্যাচে ৩১ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন যাদব। আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনি নিজের সেরাটা দেবেন বলে আশা ক্রিকেট প্রেমীদের।

ইশান কিষাণ

আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে খেলার পুরস্কার পান তরুণ ইশান কিষাণ। সেই সুযোগকে তিনি দুর্দান্তভাবে কাজেও লাগান। ইংল্যান্ডে বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ৩২ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি ব্যাটসম্যান। আগামী আইপিএলেও তাঁর কাছ থেকে এমনই পারফরম্যান্স দেখতে চান ক্রিকেট প্রেমীরা।

অক্ষর প্যাটেল

ইংল্যান্ড সিরিজেই প্রথমবার ভারতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে নামেন অক্ষর প্যাটেল। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আবির্ভাবেই তিন ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়েছেন। জীবনের প্রথম টেস্ট ম্যাচে সাত উইকেট নেন বাঁ-হাতি অল রাউন্ডার। যিনি আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বড় ভরসা হতে চলেছেন।

প্রসিদ্ধ কৃষ্ণ

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের হাত ধরে ভারতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামলেন প্রসিদ্ধ কৃষ্ণ। সিরিজে তিন ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন কর্নাটকী ফাস্ট বোলার। যিনি আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পায়ে কাঁপুনি ধরাতে চলেছেন।

ক্রুণাল পান্ডিয়া

ইংল্যান্ডে বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এই ফর্ম্যাটে প্রথম বার ভারতীয় দলের হয়ে খেলতে নামেন ক্রুণাল পান্ডিয়াও। প্রথম ম্যাচে ৩১ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাঁ-হাতি অল রাউন্ডার। যিনি এবারের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের ভরসা হতে চলেছেন।

ইংল্যান্ড বিজয়ের পর আইপিএল অভিযানের প্রস্তুতিতে হার্দিক-ক্রুণাল-সূর্য

More IPL 2021 News