শতবর্ষ পুরনো হিন্দু মন্দিরে হামলা পাকিস্তানে, আন্তর্জাতিক মহলে কড়া নিন্দার মুখে ইমরান সরকার

সংখ্যালঘু নিপীড়নের জেরে বিগত কয়েকবছরে একাধিকবার মুখ পুড়েছে পাকিস্তানের। কিন্তু তাতেও বিশেষ হেলজোল নেই পাক প্রশাসনের। এমনকী সরকারি মদতে ধর্মীয় স্বীধনতায় হস্তক্ষেপের কারণে সঙ্কটের মুখে দাঁড়িয়ে সাধারণ নাগরিকদের মানবাধিকার। এমতাবস্থায় এবার পাকিস্তানের রাওয়ালপিন্দিতে হিন্দু মন্দিরে হামলার অভিযোগ উঠল একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। যা নিয়ে ফের তীব্র চাপানৌতর শুরু হয়েছে আন্তর্জাতিক মহল।

ফের হিন্দু মন্দিরে হামলা পাকিস্তানে

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্রকে উত্তপ্ত হয়ে ওঠে আন্তর্জাতিক রাজনীতির ময়দান। হামলা চালায় মৌলবাদী ইসলামিক দলের কিছু সমর্থক। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় গোটা মন্দিরটিই। যার কড়া নিন্দা করতে দেখা যায় ভারতকেও। এবার সেই একই কায়দায় হামালার শিকার রাওয়ালপিন্দির শতবর্ষ পেরনো হিন্দু মন্দির।

ভেঙে ফেলা হয় মূল ফটক

সূত্রের খবর, গত শনিবার রাওয়ালপিন্দির পুরানা কিলা এলাকায় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই সময় আচমকাই ১০ থেকে ১৫ জন দুষ্কৃতীর একটা দল মন্দিরে প্রবেশ করে ব্যাপক ভাঙচূড় চালায়। ভেঙে ফেলা হয় প্রধান দরজাটিও। এই এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও জানা যাচ্ছে। বর্তমানে মন্দিরটির নিরাপত্তাও আগের থেকে অনেকটাই বাড়িয়েছে পুলিশ।

মন্দির হামলায় মাফিয়া যোগ ?

এদিকে বর্তমানে মন্দিরটির সংষ্কারের কাজ চলছিল বলেও জানা যাচ্ছে। এদিকে বিগত কয়েকদিন থেকেই মন্দিরের সামনে কিছু মানুষের জটলা ও বিক্ষোভের আঁচ দেখতে পাওয়া যাচ্ছিল বলে খবর। তবে ঠিক কারণে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল তা সঠিক ভাবে জানা যায়নি। এর পিছনে স্থানীয় মাফিয়াদের হাত রয়েছে বলে অনুমান। অনেকদিন থেকেই মন্দিরটি সরিয়ে সেখানে দোকান, কিয়স্ক করার চেষ্টাও চলছিল।

১ মাসেরও বেশি সময় ধরে চলছে সংষ্কারের কাজ

এদিকে ইভাউকি ট্রাস্ট প্রপার্টি বোর্ডের (ইটিপিবি), উত্তর জোনের সুরক্ষা কর্মকর্তা সৈয়দ রাজা আব্বাস জায়েদীর তরফেও রাওয়ালপিন্দির বনানী থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর-এ দোষীদের কড়া শাস্তির দাবিও করেছেন তিনি। এমনকী তিনি এও জানান গত প্রায় ১ মাসের বেশি সময় ধরে মন্দিরটির সংস্কারের কাজ চলছিল। অন্যদিকে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মন্দিরের ভার প্রাপ্ত প্রধান ওম প্রকাশও।

ব্রেকিং: ভোট প্রচারের শেষলগ্নে নন্দীগ্রামে 'আক্রান্ত' শুভেন্দু

More PAKISTAN News