অ্যাপেল তাদের শেষ প্রকাশ পাওয়া ডিভাইস গুলির জন্য অপডেট করতে চলেছে। গ্রাহকদের সুরক্ষার কথা ভেবে এই পদক্ষেপ নিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষের। iOS 14.4.2, iPadOS 14.4.2, এবং watchOS 7.3.3 দুর্বলতা ঠিক করতে আপডেট করা হচ্ছে এই ডিভাইসগুলি। ওয়েবকিটের সুরক্ষা, ব্রাওজার ইঞ্জিনের উন্নতি এবং সাফারি ওয়েব বাউজারের মতো থার্ড পাটি অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

অ্যাপেলের তরফে বলা হয়েছে ওয়েবকিটের ত্রুতিটি কাজে লাগানো হতে পারে এই আপডেটের ক্ষেত্রে। কার্পোটিনো ভিত্তিক সংস্থা পুরনো iOS 12 এর আইফোন এবং আইপ্যাড এর ওয়েবকিট সুরক্ষার জন্য iOS 14.4, iPadOS 14.4,এবং watchOS 7.3 এর আপডেট করার প্রক্রিয়া শুরু করবে জানুয়ারি মাস থেকে। এই বছরের শেষের দিকে সর্বশেষ আইফোন, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ মডেলগুলিরও আপডেট করবে কোম্পানি।

ম্যালিগন্যান্ট ওয়েবসাইটকে এলোমেলো ক্রস-সাইট স্ক্রিপ্টিং সম্পাদন করে ওয়েবকিটের ত্রুটি সম্পাদন করায় উদ্দেশ্য কোম্পানির। টেক জায়েন্ট আপডেটের বিষয়ে জানিয়েছে নতুন সংযুক্ত করার বিষয়ে তারা আগে থেকে সচেতন ছিল। এর পাশাপাশি এই সুরক্ষার নতুন সংযুক্তি করণ ছাড়া কোনও ফিচার যে যুক্ত করা হচ্ছে না তাও তারা জানিয়ে দেয়।

iPhone এর ক্ষেত্রে iOS 14.4.2 আপডেট সমর্থন করবে iPhone 6s এবং তার পরে প্রকাশিত হওয়া ফোনগুলিতে। iPad এর ক্ষেত্রে iPadOS 14.2.2 আপডেট সমর্থণ করবে  iPad Pro সমস্ত মডেলে, iPad Air 2 ও তার পরে প্রকাশ হওয়া গুলিতে , iPad 5th generation, iPad mini 4 এবং তার পরবর্তিগুলি এবং iPod touch (7th generation) গুলিতে। iPadOS 12.5.2 আপডেট পাওয়া যাবে iPhone 5siPhone 6iPhone 6 PlusiPad AiriPad mini 2iPad mini 3, এবং iPod touch (6th generation) এর জন্য। Apple Watch Series 3 এবং তার পরবর্তি সময়ে প্রকাশ হওয়া ওয়াচের জন্য আপডেট মিলবে watchOS 7.3.3। যদি কোনও অ্যাপেল ব্যবহারকারী এই বার্তা না পায় তবে সেক্ষেত্রে তাকে সেটিং এবং তার পরে আপডেট সফটওয়্যার এবং ইনস্টল নাও এ ক্লিক করতে হবে। আর এর পরে গ্রাহক সুরক্ষার অপডেট গুলি পেয়ে যাবেন।

iOS এবং iPadOS 14.5 বিটা পরিক্ষার প্রক্রিয়াধীন রয়েছে, এবং আশাকরা যাচ্ছে আগামী এপ্রিম মাসের মধ্যে গ্রাহকরা তা পেয়ে যাবে। iOS 14.5 এর ক্ষেত্রে অ্যাপেল ওয়াচ পরে থাকা অবস্থায় মুখে মাস্ক থাকলেও অ্যাপেলের ফোন আনলক করতে পাড়বে গ্রাহকরা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।