করোনার সংক্রমণ আটকাতে সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। বাইরে এবং বাড়িতে খাবার খাবার সময় শুধু করোনার জন্য নয় অন্যান্য নানা ভাইরাস থেকে রক্ষা পেতে হ্যান্ড স্যানিটাইজার খুব উপকারী। আর অ্যামাজনে এই হ্যান্ড স্যানিটাইজারের ওপর দিচ্ছে বিশেষ ছাড়। অ্যামাজন ব্র্যান্ডের সলিমো ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজারের ওপর দিচ্ছে ৫৮% ছাড়। গ্রাহকরা অ্যামাজনে তাদের ৫ লিটারের হ্যান্ড স্যাবিটাইজার পাবে মাত্র ১০৫০ টাকায়।

২০১৯-এ চিনের ইউহান শহরে প্রথম শোনা যায় কোভিড-১৯ রোগের নাম। তার পর দেখতে দেখতে তা ছড়িয়ে পরে গোটা বিশ্বে। করোনার গ্রাসে লক্ষ লক্ষ মানুষ ঢলে পড়ে মৃত্যুর কোলে। ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী সকলে এই করোনা সংক্রমণ আটকাতে মাস্ক ও স্যানিটাইজারের কথা উল্লেখ করে। কারণ মাস্ক পরলে সংক্রমণ থেকে বাঁচা সম্ভব হবে আবার ঠিক তেমনই মুখে হাত দেওয়ার আগে তা স্যনাইটাইজ করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। কারণ নানা স্থানে হাত দেবার পর মুখে বা নাকে হাত দেওয়ার ফলে ভাইরাস প্রবেশ করতে পারে শরীরে। তবে হাত স্যানিটাইজ করলে ভাইরাসের ভয় কম থাকে কারণ স্যানিটাইজার ব্যবহারে ভাইরাস মরে যায়। আর মানুষের কথা ভেবে স্যানিটাইজের উপর বিশেষ ছাড় দিচ্ছে অ্যামাজন।

অ্যামাজন তাদের ৫ লিটারের সলিমো স্যানিটাইজার দিচ্ছে ১০৫০ টাকায়। এই স্যানিটাইজারের ওপর গ্রাহক পাবে ৫৮% ছাড়। এই বিশেষ অফারের ফলে গ্রাহকরা অ্যামাজনে সলিমোর স্যানিটাইজার কিনে সাশ্রয় করবে ১৪৫০ টাকা। অফার ছাড়া বাজারে এবং অ্যামাজনে এই সলিমো স্যানিটাইজারের দাম ২৫০০ টাকা।

৭০% ইথাইল অ্যালকোহল দিয়ে বানানো অ্যামাজনের সলিমো হ্যান্ড স্যানিটাইজার। এই স্যানিটাইজার ৯৯.৯% ক্ষতিকারক জার্ম ও ব্যক্টেরিয়াকে মারতে সক্ষম বলে প্রমাণিত। সিলমো জেল স্যানিটাইজার ৫ লিটারের মিলবে অ্যামাজনে।

দেশে করোনার ভ্যাকসিন আসলেও করোনা সংক্রমণ কিন্তু কমেনি। অন্যদিকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আঁচ লেগেছে। ইতিমধ্যে মহারাষ্ট্র থেকে দিল্লি অনেক জায়গায় ফের লকডাউনের ইঙ্গিত মিলেছে। পাশাপাশি ভারতের আরও বেশ কিছু জায়গায় কার্ফু হতে পারে এই করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে। এইমসের তরফে ফের একবার সকল মানুষকে সংক্রমণ রুখতে মাক্স, স্যানিটাইজার এবং নানা নিয়ন মেনে চলতে বলা হয়েছে। আর সেই কারণে করোনার সংক্রমণ রুখতে অ্যামাজন থেকে কিনে ফেলুন সলিমো হ্যান্ড স্যানিটাইজার। কারণ পরীক্ষা করে দেখা গিয়েছে এই স্যানিটাইজার ৯৯.৯% ক্ষতিকারক জীবাণু মেরে ফেলে করোনা সংক্রমণ থেকে আপনাকে নিরাপদ রাখবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।