আন্তর্জাতিক মোবাইল কোম্পানির কাছে ভারতীয় বাজার বরাবরের আকর্ষণের। আর সেই কারণেই ভারতীয় ক্রেতাদের কথা ভেবেই একাধিক মোবাইল কোম্পানির তরফে নিয়ে আসা হয়েছে বেশ কিছু নতুন মডেলের ফোন। কিন্তু সেই সকল ফোনের দাম নিয়ে অনেক সময়েই অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এমনকি এই সকল কোম্পানির তরফে অল্প বাজেটের ফোন ক্রেতাদের জন্য বাজারে সেই পরিমানে পাওয়া যায় না। খুব কম সংখ্যক ব্র্যান্ডের তরফে ভারতীয় বাজারে নিয়ে আসা হয়ে অল্প দামের ফোন। আর কম বাজেটের ফোনের ক্ষেত্রে মানুষের কাছে অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড হল realme।

 

কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল realme narzo 30a। আর এই ফোনের দাম রাখা হয়েছে ৮৯৯৯ টাকা। অর্থাৎ ৯ হাজারের মধ্যে এই ফোন নিয়ে আসার ফলে কম দামের মধ্যে কিনতে পারবেন সাধারণ মানুষজন। কারণ অল্প বাজেটের ফোনের চাহিদা থাকলেও সেই অর্থে বাজারে পাওয়া যায় না । আর তাই অনুমান করা হচ্ছে এই ফোন বাজারে লঞ্চ করার ফলে ক্রেতাদের কাছে যথেষ্ট আকর্ষণের মডেল হয়ে উঠবে এই ফোন।

এছাড়া মোবাইল কেনার ক্ষেত্রে গ্রাহকদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় গুলির মধ্যে একটি হল ব্যাটারি। আর এবারে এই নতুন ফোন বাজারে নিয়ে আসার ফলে এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবে মানুষজন। এই ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া এই ফোনে ন্যানো ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন মানুষজন। এমনকি মেমরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে এই ফোনে। এই ফোনে থাকবে 6000 mah ব্যাটারি।

অন্যদিকে এই ফোনে থাকবে usb type c port. তার সঙ্গে থাকবে ৩.৫ মিমি. হেড ফোন জ্যাক। এই ফোনে রয়েছে ১৮ w দ্রুত চার্জ। এছাড়া থাকবে mediatek helio g85 soc প্রসেসর। ৩ জিবি এবং ৪ জিবি স্টোরেজের সঙ্গে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও ৩২ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে এই ফোন রয়েছে বাজারে। যদিও মেমরি কার্ডের সাহায্যে এই ফোনের মেমরি বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

এই ফোনে থাকবে android 10 অপারেটিং সিস্টেম। ৯ হাজারের মধ্যে ফোন কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে সেরা অপশন হয়ে উঠবে এই ফোন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।