মাদ্রিদ ও প্যারিস: ২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ারে আশানুরূপ খেলতে না-পারলেও কাঙ্ক্ষিত জয় তুলে নিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারে প্রথম জয়ের স্বাদ পেল দিদিয়ে দেশমের দল। জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারে প্রথম জয়ের স্বাদ পেয়েছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও।
অ্যাওয়ে ম্যাচে রবিবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ফ্রান্স। উসমান দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর পর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে দেশমের ছেলেরা৷ তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে। নিজেদের প্রথম ম্যাচে গত বুধবার ঘরের মাঠে ইউক্রেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ফ্রান্স।
ফিফা র্যাংকিংয়ে ১২২ নম্বরে স্থানে কাজাখস্তানের বিরুদ্ধে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দু’ নম্বরে থাকা ফ্রান্স। তবে গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের৷ ১৯ মিনিটে দেম্বেলের গোলে এগিয়ে যায় ফ্রান্স। অঁতনি মার্শিয়ালের পাস ডি-বক্সের বাইরে পেয়ে গোল করেন ফারাসি ফরোয়ার্ড। বিরতির আগে মালির আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ২-০। কর্নার থেকে বল হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠান কাজাখস্তানের এই ডিফেন্ডার। বুধবার পরের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে খেলবে ফ্রান্স।
অন্যদিকে রবিবার কষ্টার্জিত জয় পায় স্পেন৷ প্রথমার্ধে বিবর্ণ থাকার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়নরা৷ শেষ দিকের গোলে জর্জিয়ার বিরুদ্ধে ২-১ ম্যাচ জিতে নেয় স্পেন৷ কেভারাৎস্কেলিয়ার গোলে জর্জিয়া এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান তরেস। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন দানি ওলমো।
নিজেদের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লুইস এনরিকের দল। ফিফা র্যাংকিংয়ে ৮৯ নম্বরে থাকা জর্জিয়ার মাঠে জয় পেলেও স্পেনের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। র্যাংকিংয়ে ছ’ নম্বরে থাকা স্পেন পুরো ম্যাচে গোলের উদ্দেশে শট নিয়েছে মাত্র ৯টি৷ যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। বারবার আক্রমণে উঠেও প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলে স্প্যানিশ খেলোয়াড়রা। বিরতির আগে তাদের চমকে দিয়ে এগিয়ে যায় জর্জিয়া। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ-পায়ের শটে গোলটি করেন কেভারাৎস্কেলিয়া।
বিরতির ঠিক পর অর্থাৎ ৫৬ মিনিটে সমতায় ফেরে স্পেনে। বাঁ-দিক থেকে জর্দি আলবার ক্রসে ব্যাকহিলে পা ছোঁয়াতে পারেননি আলভারো মোরোতা। কিন্তু পিছন দিকে ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান তরেস। তারপর ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ওলমোর গোলে জয় ছিনিয়ে নেয় স্পেন। আগামী বুধবার ঘরের মাঠে কসোভোর বিরুদ্ধে খেলবে স্পেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.