দিল্লি বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তাঁর বাইপাস অপারেশন হওয়ার কথা রয়েছে৷ সেই হাসপাতাল থেকেই রবিবার দিল্লির বিতর্কিত কেন্দ্রীয় বিল দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, ২০২০১-এ সই করলেন রাষ্ট্রপতি৷
বিরোধীদের তীব্র বাগ-বিতণ্ডার মধ্যেই সংসদে পাশ দিল্লি বিল
গত বুধবার বিরোধীদের তীব্র বাগ-বিতণ্ডার মধ্যেই রাজ্যসভায় পাশ হয় এই বিল৷ বিল পাশ হওয়া রুখতে রাজ্যের ভোটের ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে দিল্লি ছুটে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদরা৷ বিভিন্ন রাজ্যের ভোট মেটা পর্যন্ত এই বিল নিয়ে সংসদে আলোচনা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন৷ তবে এতে লাভের লাভ কিছু হয়নি৷
কড়া প্রতিক্রিয়া কেজরিওয়ালের
বিলটি রাজ্যসভায় পাশ হয়ে যায়৷ অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল৷ এই বিলের দ্বারা দিল্লিতে আরও বেশি ক্ষমতা পাবেন লেফটেন্যান্ট গভর্নর৷ বিলটি রাজ্যসভায় পাশ হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল৷
'দিল্লির মানুষের অপমান'
অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল পাশ হওয়ার অর্থ দিল্লির মানুষের অপমান৷ ভোট দিয়ে ক্ষমতায় যাদের আনা হয়েছিল, তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে এবং যারা হেরে গেছে তাদের হাতে ক্ষমতা তুলে দেবে ওই বিল৷