ইংল্যান্ড বিজয়ের পর আইপিএল অভিযানের প্রস্তুতিতে হার্দিক-ক্রুণাল-সূর্য

ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট, টি২০ এবং ওয়ান ডে সিরিজে পর্যুদস্ত করেছে ভারতীয় ক্রিকেট দল। সেই বিজয়ের অন্যতম কারিগর হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্বে। সেই আবহেই এবার ২০২১ সালের আইপিএলের প্রস্তুতি শুরুর পথে তিন ক্রিকেটার। পুনে ছেড়ে রাতারাতি মুম্বই পৌঁছে গেলেন হার্দিক-ক্রুণাল-সূর্য। ভাইরাল হল ছবি।

মুম্বই ইন্ডিয়ান্সের জৈব সুরক্ষা বলয়ে তিন রথি

রবিবার পুনের এমসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডে বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজে কব্জা করেছে ভারত। সেদিন রাতেই পুনে ছেড়ে মুম্বই পৌঁছে গেলেন হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। ২০২১ সালের আইপিএলের প্রস্তুতি শুরু করতে মুম্বই ইন্ডিয়ান্সের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করলেন দলের তিন স্তম্ভ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

তিন ক্রিকেটারের পারফরম্যান্স

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ব্যাট ও বল হাতে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হার্দিক পান্ডিয়া। ব্রিটিশদের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে দুর্দান্ত অর্ধশতরান করে ভারতের জয়ের ভিত সুদৃঢ় করেন অল রাউন্ডার। দেশের হয়ে প্রথমবার ওয়ান ডে খেলতে নেমেই অর্ধশতরান হাঁকিয়েছেন ক্রুণাল পান্ডিয়া। টি২০-তে ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই অর্ধশতরান হাঁকিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন সূর্যকুমার যাদব। যদিও ওয়ান ডে সিরিজে তিনি ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি।

হ্যাটট্রিকের সুযোগ

২০১৯-এর পর ২০২০ অর্থাৎ পরপর দুই বার আইপিএল খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার চ্যাম্পিয়ন হলে আইপিএল জয়ের হ্যাটট্রিক হবে মুম্বই ইন্ডিয়ান্সের। একই সঙ্গে ষষ্ঠ বারের জন্য খেতাব জিতে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে রোহিত শর্মা শিবির। ইতিমধ্যে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের খেতাব সংখ্যা ৩।

আইপিএল শুরু এপ্রিলে

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ২০২১ সালের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ফাইনাল এবং প্লে-অফ সহ ৫২ দিনে মোট ৬০টি ম্যাচ খেলা হবে। দেশের ছয় শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ) হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ।

ছবি সৌজন্য: মুম্বাই ইন্ডিয়ান্স/ টুইটার

ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ঝড় তোলা আইপিএলমুখী ইংল্যান্ড ক্রিকেটার কারা?

More IPL 2021 News