ভারত বনাম ইংল্যান্ড
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, টি২০ ও ওয়ান ডে মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১০টি ম্যাচে আম্পায়ারিং করেছেন ভারতের নীতীন মেনন। অত্যন্ত সফলভাবে তিনি গুরু দায়িত্ব পালন করেছেন বলা চলে।
মেননের সফলতা
ভারত বনাম ইংল্যান্ডের দ্বিপাক্ষিক মোকাবিলার ১০টি ম্যাচ পরিচালনা করেছেন ফিল্ড আম্পায়ার নীতীন মেনন। সবকটি ম্যাচ মিলিয়ে ৪০ জন ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেছেন নীতীন। তাঁর মাত্র ৫টি সিদ্ধান্ত পাল্টাতে পেরেছেন টিভি আম্পায়ার।
|
মেননে মুগ্ধ ক্রিকেট মহল
আম্পায়ার নীতীন মেননের দক্ষতায় মুগ্ধ হয়েছেন ভারত তথা বিশ্ব ক্রিকেট। ভারতীয় উইকেটরক্ষক দীনেশ কার্তিক এবং প্রাক্তন ব্যাটসম্যান নীতীনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। প্রিয় আম্পায়ারকে নিয়ে তাঁরা মজাদার টুইটও করেছেন। এত দক্ষতার সঙ্গে আম্পায়ারিং করার পর নীতীন মেননের মুকুটে ২০২১ সালের সেরার শিরোপা ওঠা উচিত বলে মনে করেন ক্রিকেট মহলের একটা অংশ। ভারতীয় আম্পায়ারের প্রশংসায় মুখ খুলেছেন প্রাক্তন মহিলা ক্রিকেটার লিসা স্থালেকারের।
কনিষ্ঠতম আম্পায়ার
২০২০ সালের জুন মাসে মাত্র ৩৬ বছর বয়সে আইসিসি-র আম্পায়ারদের এলিট প্যানেলে প্রবেশ করেছিলেন নীতীন মেনন। বিশ্বের কনিষ্ঠতম হিসেবে তিনি এই স্বীকৃতি পেয়েছিলেন। যা ভারতের কাছে বেশ গর্বের বিষয় বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।