শেষ কবে ভারতে ওয়ান ডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড
১৯৮৪-৮৫ মরসুমে ভারতের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সেই সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল ব্রিটিশরা। গোটা সিরিজে সবচেয়ে বেশি ২২৩ রান করে এবং ৬ উইকেট নিয়েও ভারতকে সিরিজ হারের থেকে বাঁচাতে পারেননি রবি শাস্ত্রী। এরপর থেকে ভারতের মাটিতে আর দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড।
ভারতের মাটিতে ইংল্যান্ডের ওয়ান ডে জয়ের রেকর্ড
ভারতের মাটিতে ৬৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ২৬টি ম্যাচ জিতেছে ব্রিটিশরা। ৩৯টি ম্যাচে হার হজম করতে হয়েছে ইয়ন মর্গ্যানের দেশকে। ভারতের মাটিতে ইংল্যান্ডের ওয়ান ডে জয়ের হার ৩৯.৪ শতাংশ।
ভারতের মাটিতে বিশ্বকাপে ইংল্যান্ড
১৯৮৭ সালে ভারতের মাটিতে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপ হয়েছিল। ফাইনাল সহ মোট চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় হাসিল করেছিল ব্রিটিশরা। কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ হেরে গিয়েছিল ইংল্যান্ড। ১৯৯৬ সালের বিশ্বকাপে ভারতে একটি মাত্র ওয়ান ডে ম্যাচ খেলেছিল ইয়ন মর্গ্যানদের পূর্বসূরীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ম্যাচ হেরেছিল ইংল্যান্ড। ভারতের মাটিতে হওয়া ২০১১ সালের বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলছিল ইংল্যান্ড। তিনটি ম্যাচ জিতেছিল ব্রিটিশরা।
পুনেতে সিরিজ হার
পুনের এমসিএ স্টেডিয়ামে হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। তৃতীয় ওয়ান ডে জিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ কব্জা করেছে ভারত।