এক অধ্যাপকসহ আমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর ৪০ জন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এই ইনস্টিটিউটের ৪০ জন করোনা পজিটিভ হয়েছেন। গান্ধীনগরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিরও ২৫ জন শিক্ষার্থী কোভিড পজিটিভ হয়েছেন বলে জানা গিয়েছে।
আমেদাবাদ পুরসভার উপ-স্বাস্থ্য কর্মকর্তা মেহুল আচার্য্য জানিয়েছেন, ওই ইনস্টিটিউটের ৪০ জন করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আইআইটিকে করোনার থাবা প্রসঙ্গে কথা বলতে গিয়ে একজন আইআইএমএ কর্মকর্তা জানিয়েছিলেন, বর্তমানে গান্ধীনগর ক্যাম্পাসেরও ২৫ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর তরফে জানানো হয়েছে, আমাদের সমস্ত অ্যাকাডেমিক কার্যক্রম গত বছর থেকে অনলাইন মোডে রয়েছে। সম্প্রতি শিক্ষার্থীরা ইনস্টিটিউটে পরীক্ষার জন্য আসা শুরু করেছিলেন। তারই মধ্যে ফের করোনার হানায় বিপর্যস্ত হল ইনস্টিটিউটের স্বাভাবিক পঠন-পাঠন।