পুনে: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে খারাপ টসভাগ্য অব্যাহত বিরাট কোহলির। টানা ষষ্ঠবার চলতি সিরিজে টস হারতে হল টিম ইন্ডিয়াকে। পুনেতে ওয়ান-ডে সিরিজের নির্ণায়ক ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং’য়ের আমন্ত্রণ জানালেন ইংরেজ অধিনায়ক জোস বাটলার। একাদশে একটিমাত্র পরিবর্তন এনে সিরিজের নির্ণায়ক ম্যাচে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। কুলদীপের পরিবর্তে দলে এসেছেন টি নটরাজন।
ওপেনিং জুটিতে ১০৩ রান তুলে ফয়সালার ম্যাচে ভারতকে শুরুটা ভালোই উপহার দেন ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৩৮ রান করে রশিদের শিকার হন ওপেনার রোহিত শর্মা। তবে সিরিজের দ্বিতীয় অর্ধশতরান আসে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৬৭ রান করেন ‘গব্বর’। কিন্তু দ্রুত আরও দু’টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান ইংরেজ স্পিনাররা। নির্ণায়ক ম্যাচে লম্বা হল না বিরাটের ইনিংস। ১০ বলে মাত্র ৭ রান করে মইন আলির শিকার হয়ে ফিরলেন ভারত অধিনায়ক।
এরপর পন্তের সঙ্গে জুটিতে ৩৬ রান তুলে দ্রুত ফিরে যান রাহুল। ক্রিজে থিতু হওয়ার আগেই গত ম্যাচের শতরানকারীকে তুলে নেন লিয়াম লিভিংস্টোন। ১৮ বলে মাত্র ৭ রান করেন তিনি। এরপরই পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে দ্রুতগতিতে রান তোলা শুরু করেন পন্ত। দুই মিডল অর্ডার ব্যাটসম্যানের ঝোড়ো ব্যাটিং’য়ে ইংল্যান্ডকে ফের পালটা চাপে ফেলে দেয় টিম ইন্ডিয়া। লিভিংস্টোন, মইন আলিদের উপর ছড়ি ঘুরিয়ে টিম ইন্ডিয়াকে বড় রানের লক্ষ্যে নিয়ে যান পন্ত-পান্ডিয়া জুটি। ২৮তম ওভারে মইন আলিকে তিনটি ছক্কা হাঁকান হার্দিক পান্ডিয়া।
মাত্র ৩০ ওভারের মধ্যেই ২০০ রানের গন্ডি ছুঁয়ে ফেলে ভারত। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া টিম ইন্ডিয়াকে ফের ভালো জায়গায় নিয়ে যায় এই জুটি। এই প্রতিবেদন লেখা অবধি ৩১ ওভার শেষে টিম ইন্ডিয়ার রান ৪ উইকেট হারিয়ে ২১৬। ক্রিজে ২০ বলে ৩৬ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া মারমুখী মেজাজে। অন্যদিকে অর্ধশতরান পূর্ণ করে ৪৫ বলে ৫৪ রানে অপরাজিত ঋষভ পন্ত আগ্রাসী মেজাজেই যোগ্য সঙ্গ দিয়ে চলেছেন। পঞ্চম উইকেট জুটিতে মাত্র ৩৫ বলে ৫০ রান যোগ করেন দু’জনে।
গত ম্যাচে ৩৩৬ রানে তুলেও হারতে হয়েছে। তাই ইংল্যান্ডের তারকাখোচিত ব্যাটিং লাইন-আপের বিরুদ্ধে দলকে আরও বেশি রানের পাহাড়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই জুটি। এখন দেখার কতোটা দীর্ঘায়িত হয় ভারতের পঞ্চম উইকেটের এই জুটি। আদৌ গতদিনের রানকে টপকে গিয়ে ইংল্যান্ডকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কীনা টিম ইন্ডিয়া।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.