মুকুল-বাজোরিয়ার কথোপকোথনে বিতর্ক
এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ানইন্ডিয়া। তবে মুকুল রায়ের সঙ্গে যে নেতার কথোপকোথন ধরা পড়েছিল অডিও ক্লিপে, সেই নেতা শিশির বাজোরিয়া স্বীকার করেছেন, আমরা নির্বাচন কমিশনে যা লিখিত জানাতে চেয়েছিলাম, তা নিয়েই আলোচনা হয়েছে। এখানে লুকনো ছাপানোর কিছু নেই।
বিজেপির ক্ষমতা নিয়ে সন্দিহান মুকুল! নাকি ফেক
কিন্তু খোদ মুকুল রায় স্বীকার করছেন না ওই অডিও-তে তাঁর গলা শোনা গিয়েছে বলে। তিনি বলেন, ওটা ফেক অডিও। তবে শিশির বাজোরিয়া যেহেতু মেনে নিচ্ছেন এটা তাঁদের মধ্যেকার আলোচনা, তাই মুকুল রায় যে এখনও বিজেপির ক্ষমতা নিয়ে সন্দিহান, তা বলাই যায়। তিনি এখনও নিশ্চিত নন, বাংলার প্রতি বুথে বিজেপি এজেন্ট দিতে পারবে কি না।
যে কোনও ভোটারকে যে কোনও বুথে এজেন্ট করার আর্জি
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের প্রকাশিত অডিও-তে শোনা যাচ্ছে দুই বিজেপি নেতা মুকুল রায় ও শিশির বাজাোরিয়ার কথোপকোথন। সেখানে মুকুল রায়কে বলতে শোনা যাচ্ছে, বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে না। শিশির বাজোরিয়াকে তিনি এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। নির্বাচন কমিশনকে তিনি প্রভাবিত করার চেষ্টা করছে বাংলার যে কোনও ভোটারকে যে কোনও বুথে এজেন্ট করার ব্যাপারে।
অডিও বার্তার সঙ্গে মিলে গেল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত!
মুকুল রায়ের সঙ্গে শিশির বাজোরিয়ার সেই অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এই অডিও ক্লিপই প্রমাণ করে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত রয়েছে। সেই কারণেই অডিও বার্তার সঙ্গে মিলে গেল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচন কমিশন জানা, বিধানসভার অন্তর্গত যে কোনও ভোটার যে কোনও বুথে এজেন্ট হতে পারবে।
মুকুল রায়ও মনে করেন বিজেপির এখনও ক্ষমতা নেই
নির্বাচন কমিশনের এই বিধি বদলের নির্দেশের পিছনে বিজেপির হাত রয়েছে বলে তৃণমূলের দাবি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই অডিও প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা করে দিতেই ওই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। পাশাপাশি তিনি এই প্রশ্ন তুলেছেন, তাহলে মুকুল রায়ও মনে করেন বিজেপির এখনও এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই বাংলার সমস্ত বুথে।