ফায়ার-বোলট ফুল টাচ স্মার্ট ওয়াচ এর ওপর অ্যামাজন এনেছে আকর্ষণীয় অফার। অ্যামাজনে ফায়ার-বোলট ফুল টাচ স্মার্ট ওয়াচ অফারে দাম রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। গ্রাহকরা ৫৭% ছড়ে অ্যামজনে ক্রয় করতে পারে এই ফায়ার- বোলট ফুল টাচ স্মার্ট ওয়াচ।

প্রযুক্তির উন্নতির কারণে ঘড়ি এখন পাল্টে হয়েছে স্মার্ট ওয়াচ। সময় দেখার পাশাপাশি এখন এই স্মার্ট ওয়াচে দেখা মেলে শারীরিক অবস্থা, হার্ট বিট মাপা, ফোন রিসিভ করা, এসএমএস ও মিউজিক শোনার মতো নানা গুরুত্বপূর্ণ কাজ। অ্যামাজন নিয়ে এসেছে ফায়ার- বোলট ফুল টাচ স্মার্ট ওয়াচ এর ওপর বিশেষ অফার।

ফায়ার- বোলট ফুল টাচ স্মার্ট ওয়াচ অ্যামাজনে মিলছে ২,৯৯৯ টাকায়। এই স্মার্ট ওয়াচ-এর বাজারজাত দাম ৬,৯৯৯ টাকা। অ্যামাজনে গ্রাহকরা এই স্মার্ট ওয়াচ কেনায় পাচ্ছে ৫৭% ছাড়। অ্যামাজনে এই ছাড়ের ফলে গ্রাহক ফায়ার- বোলট ফুল টাচ স্মার্ট ওয়াচ কেনার ফলে সাশ্রয় করবে ৪,০০০ টাকা।

ফায়ার- বোলট ফুল টাচ স্মার্ট ওয়াচ অর্ডারে আগামী ৩১ মার্চ অবদি কোনও ডেলিবারি চার্জ দিতে হবে না গ্রাহককে। পাশাপশি স্মার্ট ওয়াচে প্রযুক্তিগত কোনও সমস্যা থাকলে ৭ দিনের মধ্যে পরিবর্তনের সুবিধা রয়েছে অ্যামাজনে।

ফায়ার- বোলট ফুল টাচ স্মার্ট ওয়াচে থাকছে ১.৪ কালার ডিসপ্লে এবং ফুল ক্যাপাসিটিভ টাচ। ভালো ভাবে দেখা এবং কিছু পড়ার জন্য ট্যাপ এবং সুইপের ব্যবস্থা রয়েছে এই স্মার্ট ওয়াচে। এছাড়াও ২.৫ডি কার্ভ গ্লাসের সঙ্গে একটি ২৪০*২৪০ পিক্সলে রেজোলেউশন থাকবে।

পাশাপাশি হার্ট রেট মোনিটারিংয়ের ব্যবস্থা রয়েছে যার ফলে হার্ট বিটের সঠিক সময় উল্লেখের সঙ্গে সময়ের তুলনায় হার্ট বিট বেশি হলে বা কম হলে তাও দেখিয়েও দেবে এই ফায়ার- বোলট ফুল টাচ স্মার্ট ওয়াচে। এর পাশাপাশি এসপিও২ ভালো স্বাস্থ্য এবং ব্লাড পেসারের মাত্রা কে নির্দেশ করবে। এই স্মার্ট ওয়াচের মাধ্যমে শরীরের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ পরিমাণ দেখা যায়।

৮ ঘণ্টার ব্যাটারি পরিষেবার পাশাপাশি এই অভিনব দেখতে ফায়ার-বলট ফুল টাচ স্মার্ট ওয়াচে ফোনের নোটিফিকেশন, কল বাতিল, সময়, স্টপ ওয়াচ, মিউজিক, ফাইন্ড মাই ফোনের মতো একাধিক ফিচার ব্যবহার করা যাবে। ফায়ার-বলট ফুল টাচ স্মার্ট ওয়াচে বাইরে এবং ঘরে দৌড়ানো, হাটা, সাইকেল চালানো, ক্রিকেট-ব্যাডমিনটন খেলা মতো ৭ টি ওয়ার্ক আউটের মুড অন্তর্ভুক্ত করা হয়েছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।