ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা
এদিন দুপুরে বিজেপির প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। দলে ছিলেন শিশির বাজোরিয়া, অর্জুন সিং-এর মতো নেতারা। সেখানে তিনি বলেছেন, এই দফার ভোটে ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয় দফায় নির্বাচন কমিশনকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
চার দশকে সব থেকে বেশি অবাধ ও সুষ্ঠু ভোট
এদিনের ভোটে নিরাপত্তা প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, চার দশকে বাংলায় এত অবাধ আর সুষ্ঠু ভোট হয়নি। তিনি বলেছেন, অনেকদির ধরে বাংলার ভোট তিনি দেখছেন। ছয়বছরে সব থেকে কম রিগিং হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিন শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়ির ওপরে হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, তালিকাভুক্ত অপরাধীদের আগে গ্রেফতার করা হলে এই পরিস্থিতি তৈরি হত না। তিনি আরও বলেছেন, দ্বিতীয় দফায় যাতে ১০০ শতাংশ বুথে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে তাঁরা অনুরোধ করেছেন। বেশ কিছু জায়গায় অশান্তি নিয়ে তিনি বলেছেন, ঢিল মারলে পাটকেল খেতে হবে।
খুশি বিজেপির শীর্ষ নেতৃত্ব
প্রথম দফার ভোটদানের দ্বিতীয়ার্ধে টুইট করে ভোট নিয়ে উৎসাহব্যঞ্জক মন্তব্য করেছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ। তিনি বলেছেন, ভোটাররা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বুথে বুথে গিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের কর্মীরা ঝাড়গ্রাম, রামনগর এবং বেশ কয়েকটি কেন্দ্রে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে। তবে তা কোনও কাজে লাগেনি বলে মন্তব্য করেছেন। এই পরিস্থিতি পরবর্তী সাতদফার জন্য কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলেও টুইটারে মন্তব্য করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী ভিক্ষা চাইছেন
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে বেরিয়ে বিজেপি নেতা শিশির বাজোরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা প্রলয় পালের কথোপকথনের রেকর্ড শোনান তিনি। পরে তিনি বলেন, ২ মে কী হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট। উনি এলাকায় ঢুকতে পারছেন না। জেতা নিয়ে নিজের মনেই সংশয় রয়েছে। তাই মুখ্যমন্ত্রী ভিক্ষা চাইছেন বলে কটাক্ষ করেছেন তিনি।