ক্ষমতায় আসার পর থেকেই পূর্ব প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মোকাবিলায় জোর দেওয়া থেকে শুরু করে মন্দা কাটাতে নতুন কর্মসূচি, কিছুতেই খামতি রাখতে রাজি নয় বাইডেন প্রশাসন। এমতাবস্থায় বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা নিয়ে জোর তরজা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। এই সম্মেলনে বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে জোরদার আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে।
আগামী ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী এই ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। আমন্ত্রিতদের তালিকায় চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি প্রধান সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো ক্ষমতাধর নেতারা রয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে দক্ষিণ এশীয় নেতাদের মধ্যে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলন সিওপি২৬। তার আগে বাইডেনের ডাকা এই কর্মসূচি আন্তর্জাতিক ময়দানে বড় ছাপ ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে সিওপি২৬ বৈঠকেও বিশ্ব উষ্ণায়ণ নিয়ে জোরদার আলোচনা হতে পারে বলে খবর। এদিকে আগামীতে বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নিচ্ছে কমবেশী প্রতিটা দেশই। এই বিষয়েও বাইডেনের বৈঠকে কী আলোচনা হয় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।
'নন্দীগ্রামে বাংলার বিশ্বাসঘাতকদের হারাবে বাংলার কন্যা', নির্বাচন শুরু হতেই চ্যালেঞ্জ ডেরেকের