ভারতীয়দের মধ্যে লজ্জাজনক ওয়ান ডে রেকর্ড কুলদীপের, কী বলছে পরিসংখ্যান

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে হওয়া দ্বিতীয় ওয়ান ডে হেরে গিয়েছে ভারত। রানের পাহাড় খাড়া করেও ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারেনি বিরাট কোহলি শিবির। তাতে হতাশ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। একই দিনে ভারতীয় হিসেবে ওয়ান ডে-তে এক লজ্জাজনক রেকর্ডের মালিক হয়েছেন বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব। এ ব্যাপারে পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

একই স্পেলে আটটি ছক্কা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া সত্ত্বেও দ্বিতীয় ওয়ান ডে-তে কুলদীপ যাদবকেই প্রথম একাদশে রেখেছিল ভারত। কিন্তু সেই ভরসার মর্যাদা দিতে পারেননি টিম ইন্ডিয়ার বাঁ-হাতি চায়নাম্যান। শুক্রবারের স্পেলে কুলদীপের বিরুদ্ধে আটটি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

ভারতীয়দের মধ্যে সেরা

এর আগে ওয়ান ডে-তে একই স্পেলে এত ছক্কা খাননি কোনও ভারতীয় বোলার। ২০১৩ সালে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার বিনয় কুমারের বিরুদ্ধে সাতটি ছক্কা হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যানরা। সেই লজ্জাজনক রেকর্ড ছাপিয়ে গিয়েছেন কুলদীপ।

কুলদীপের স্পেল

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ১০ ওভার বল করে কোনও উইকেট পাননি কুলদীপ যাদব। উল্টে ৮৪ রান দিয়ে ম্যাচে ব্রিটিশদের জয় নিশ্চিত করেছেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি চায়নাম্যান। পরের ম্যাচে তাঁকে বইরে রেখেই দল সাজাতে পারে কুলদীপ।

ভারতের হার

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে-তে আগে ব্যাট করে ইংল্যান্ডকে ৩৩৭ রানে লক্ষ্য দেয় ভারত। সেই লক্ষ্য পেরিয়ে যায় ব্রিটিশরা। এই পরিস্থিতি শেষ ওয়ান ডে যারা জিতবে, তারা সিরিজে কব্জা করবে।

More INDIA VS ENGLAND 2021 News