মমতা গোল খেয়ে গিয়েছেন একুশের প্রথম রাউন্ডেই, ২০১১-র কথা স্মরণ করালেন শিশির

মমতা বন্দ্যোপাধ্যায় বড়াই করে বলেছিলেন, আমি দলের গোলকিপার। আমরা কোনও গোল খাব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা মনে করিয়ে সদ্য প্রাক্তন তৃণমূল নেতা শিশির অধিকারী জানিয়ে দিলেন, প্রথম রাউন্ডেই গোল খেয়ে গিয়েছেন দিদিমণি। বাংলায় প্রথম দফার ভোট হতে না হতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আত্মবিশ্বাস দেখিয়েছেন, তারই পাল্টা দিলেন শিশির অধিকারী।

মমতা বন্দ্যোপাধ্যায় গোল খেয়ে গিয়েছেন

শনিবার থেকে শুরু হল বাংলার ভোট যুদ্ধ। এদিন পাঁচ জেলার ৩টি কেন্দ্রে ভোট হল। তার মধ্যে অধিকারী গড়ের আসনগুলিতেও এদিন ভোট হয়। কাঁথি উত্তর ও দক্ষিণ কেন্দ্রের ভোটে আক্রান্ত হন শিশির অধিকারীর ছোট ছেলে সৌমেন্দু। তারপরই গর্জে উঠলেন শিশির অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোল খেয়ে গিয়েছেন।

শিশির অধিকারী গোল খাইয়ে দিলেন মমতাকে

নন্দীগ্রামে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী লড়াই। মমতা ও শুভেন্দুর দ্বৈরথ নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের লড়াইয়ের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। অধিকারী পরিবারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার মেদিনীপুরের প্রার্থী। তার আগেই শিশির অধিকারী গোল খাইয়ে দিলেন মমতাকে।

সিপিএম যেমন গোল খেয়েছিল ২০১১-য়

শিশির অধিকারী এদিন ভোটদানের পর বলেন, ২০১১ সালের কথা আজ মনে পড়ে যাচ্ছে। ভোটের পর যখন বামফ্রন্টের হার একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে, তখন তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত আমাকে বলেছিলেন, বামেরা ২৫৫ আসনে জিতবে। তারপর আমি তাঁর পাশে বসেই প্রণব মুখোপাধ্যায়কে বলেছিলাম, সিপিএম গোল খেয়ে গিয়েছে।

তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি

শিশির অধিকারী ২০২১-এর ভোট শুরুর পরই সেই পুরনো কথা স্মরণ করে বললেন, আজ বলছি, দিদিমণি গোল খেয়ে গিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলে বল ঢুকিয়ে দিয়েছে। ২০২১ সালের ভোটের ফলাফল প্রকাশের পর দেখতে পাবেন ২০১১-র পুনরাবৃত্তি হতে চলেছে। সেবার বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল এসেছিল ক্ষমতায়। এবার তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি।

প্রথম দফাতেই দফারফা বিজেপি! ফের সরকারর তৈরির 'আত্মবিশ্বাস' নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More SISIR ADHIKARI News