প্রথম দফার ৩০ কেন্দ্রে কে এগিয়ে, একুশের ভোটের পর বিশ্লেষণ তৃণমূল ও বিজেপির

ভোট শুরু হয়ে গেল বাংলায়। প্রথম দফায় ৩০ আসনে ভোট গ্রহণ করা হল। এই ভোট শেষে যুযুধান দুই পক্ষই এগিয়ে থাকার বার্তা দিল। তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ব্যাখ্যা তৃণমূল কংগ্রেস জয়ের পথে এগিয়ে চলেছে। বাংলা তাঁর নিজেরে মেয়েকেই বেছে নিয়েছে। আর বিজেপির দাবি তৃণমূস জঙ্গলমহলে খাতাই খুলতে পারবে না।

প্রশান্ত কিশোরের পরিকল্পনা ভালো ফল করবে তৃণমূল

২০১৯-এর লোকসভায় জঙ্গলমহলে খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। লোকসভার সমস্ত আসনেই বিজেপি জিতেছিল। ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়েছিল ৩০টির মধ্যে ২৩টি আসনে। আর তৃণমূল মাত্র সাতটি আসনে এগিয়েছিল। পাঁচ জেলার ৩ আসনে ভোটগ্রহণ শেষে তৃণমূল আশাবাদী প্রশান্ত কিশোরের পরিকল্পনা মতো কাজ হয়েছে। তৃণমূল ভালো ফল করবে।

জঙ্গলমহলে পিছিয়ে পড়া মানুষদের জন্য উন্নয়ন কর্মসূচি

২০১৯-এ তৃণমূল যে ভোট হারিয়েছিল, তা ফিরে পাওয়ার লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি নিয়েছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। জঙ্গলমহলে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উন্নয়নের কর্মসূচিও নেওয়া হয়েছিল। বিশেষ নজর দেওয়া হয়েছিল কুর্মি সম্প্রদায়ের মন জয় করতে। চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি তৃণমূলের পক্ষ থেকে। ফলে ৩০টি কেন্দ্রে ভালো হবে বলে আশাবাদী তৃণমূল।

তৃণমূল এবার হারছে, জঙ্গলমহলে খাতাই খুলতে পারবে না

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মানুষ স্বতস্ফূর্তভাবে বাইরে বেরিয়ে এসে ভোট দিয়েছে। ইভিএম খারাপ ও সিআরপিএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, যারা হারছে তারা এসব অভিযোগ করে। তৃণমূল এবার হারছে, তাই ওরা অভিযোগ করছে। জঙ্গলমহলে ওরা খাতাই খুলতে পারবে না।

তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি

এদিন নিজের গড়ে ভোট শেষে শিশির অধিকারী পুরনো কথা স্মরণ করে বললেন, আজ বলছি, দিদিমণি গোল খেয়ে গিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলে বল ঢুকিয়ে দিয়েছে বিজেপি। ২০২১ সালের ভোটের ফলাফল প্রকাশের পর দেখতে পাবেন ২০১১-র পুনরাবৃত্তি হতে চলেছে রাজ্যে। সেবার বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল এসেছিল ক্ষমতায়। এবার তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি।

মহারাষ্ট্রে রাতের কার্ফু ঘিরে কড়া বিধি লাগু আজ রাত থেকে, কিছু নিয়ম একনজরে

More PRASHANT KISHOR News