• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতাকে নিয়ে অডিও ক্লিপিংয়ের পাল্টা মুকুলের অডিও ক্লিপিং প্রকাশ কুণালের

মমতা ও বিজেপি নেতার কথোপকোথনের অডি ক্লিপিং প্রকাশের পাল্টা তৃণমূলও একটি অডিও ক্লিপিং প্রকাশ করল। শনিবার প্রথম দফার ভোটগ্রহণের পর মুকুল রায় ও শিশির বাজোরিয়ার কথোপকোথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করলেন কুণাল ঘোষ। মুকুল রায় এই অডিও ক্লিপিংয়ে (এই অডিও ক্লিপিং ওয়ানইন্ডিয়া বেঙ্গলির পক্ষ থেকে পরীক্ষা করা হয়নি) বলছেন বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে না।

নন্দীগ্রামের বিজেপি নেতাকে ফোন করে সাহায্য প্রার্থনা মমতার!

নন্দীগ্রামের বিজেপি নেতাকে ফোন করে সাহায্য প্রার্থনা মমতার!

বাংলায় বিধানসভা ভোট শুরুর দিনেই বিতর্ক বাধন অডিও ক্লিপিং নিয়ে। প্রথম দফায় ভোটগ্রহণ চলাকালীন একটি অডিও ক্লিপিং সামনে এনে বিজেপি চাঞ্চল্যকর দাবি করে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিজেপি নেতাকে ফোন করে জয়ের জন্য সাহায্য চেয়েছিলেন। এই আসনটি এবার প্রাক্তন সহযোগী সুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রলয় পালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকোথন প্রসঙ্গে কুণাল

প্রলয় পালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকোথন প্রসঙ্গে কুণাল

বিজেপির প্রকাশিত ওই ভিডিওতে বিজেপি নেতা প্রলয় পালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকোথনের অডিও ক্লিপ প্রকাশের পর কুণাল ঘোষ বলেন, সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। মমতা বন্যো্লপাধ্যায় বিজেপি নেতাকে ফোন করেননি, ফোন করেছিলেন তাঁর দলের প্রাক্তন নেতাকে। তিনি গোঁসা করে অন্য দলে চলে গিয়েছেন, তাই তাঁকে ফেরাতে যদি নেত্রী ফোন করেন, তা নিয়ে সস্তার রাজনীতি করা হচ্ছে কেন।

বিজেপি এজেন্ট দিতে পারবে না, মুকুল-শিশিরের কথোপকোথন

ওই ঘটনার অদ্যাবধি পরেই তৃণমূল একটি পাল্টা অডিও ক্লিপ প্রকাশ করে। এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে দুই বিজেপি নেতা মুকুল রায় ও শিশির বাজাোরিয়ার কথোপকোথন। সেখানে মুকুল রায়কে বলতে শোনা যাচ্ছে, বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে না। শিশির বাজোরিয়ার সঙ্গে এই কথোপকোথনের পরেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় অন্য বুথের ভোটারও এজেন্ট থাকতে পারবে।

অন্য বুথ সদস্যও এজেন্ট হতে পারবে, বিধি বদল কমিশনের

অন্য বুথ সদস্যও এজেন্ট হতে পারবে, বিধি বদল কমিশনের

কুণাল ঘোষ এই অডিও প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা করে দিতেই ওই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অডিও ক্লিপটিতে মুকুল রায় শিশির বাজোরিয়াকে বলছেন যে, অন্য বুথের সদস্যদের এজেন্ট হওয়ার অনুমতি দেওয়ার জন্য। অন্যথায় বিজেপি বুথের একটি বড় অংশে এজেন্ট দিতে সক্ষম হবে না। কাকতালীয় হলেও দেখা যায় ইসি তারপর বিধি পরিবর্তন করে জানিয়েছে, অন্য বুথ সদস্যও এজেন্ট হতে পারবে।

প্রথম দফার ৩০ কেন্দ্রে কে এগিয়ে, একুশের ভোটের পর বিশ্লেষণ তৃণমূল ও বিজেপির

English summary
Kunal Ghosh reveals a Audio clip of Mukul Roy against Mamata Banerjee’s audio clip after first phase election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X